|
---|
নিজস্ব প্রতিবেদক;- আবর্জনায় (garbage) উপচে পড়ছে নিকাশি নালা (drainage system)। পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) এগরা পুরসভা বাসিন্দাদের অভিযোগ, এলাকায় ক্রমশ বাড়ছে মশাবাহিত রোগের প্রাদুর্ভাব। এই পরিস্থিতিতে তৃণমূল পরিচালিত এগরা পুরসভার দিকে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিজেপি। যদিও, চেয়ারম্যানের আশ্বাস দ্রুত পরিকল্পনামাফিক কাজ এগোনোর চেষ্টা করা হচ্ছে।নজরে পড়ছে যত্রতত্র আবর্জনা স্তূপ করে রাখা। আবর্জনায় উপচে পড়ছে নিকাশি নালা। একেবারে মশা-মাছির আঁতুড়ঘর। এ ছবি পূর্ব মেদিনীপুরের এগরা পুরসভার। বাসিন্দাদের দাবি, এই পরিস্থিতিতে এলাকায় ক্রমশ বাড়ছে মশাবাহিত রোগের প্রাদুর্ভাব। ডেঙ্গি, ম্যালেরিয়া, টাইফয়েডের আশঙ্কায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। এগরা পুরসভার বাসিন্দা সৌরেন জানা বলেন, ‘জল জমে রয়েছে। এই জমা জল থেকে উৎপন্ন হচ্ছে মশা মাছি এবং বিভিন্ন ধরনের কীট পতঙ্গ। এলাকায় দেখা দিচ্ছে ম্যালেরিয়া টাইফয়েড। সর্দি কাশি জ্বর রোগে ভুগছি এবং ঘরে ঘরে বাচ্চাদের এই সব রোগ লেগেই আছে।’এগরা পুরসভার অপর বাসিন্দা অমিয় মিশ্রের কথায়, ‘পুরসভার কাছে আর্জি দ্রুত পরিস্থিতি দেখা হোক।