এস এফ আই এবং ডি ওয়াই এফ আই এর পক্ষ স্মারক লিপি জমা দেন থানায়।

শেখ আব্দুল আজিম, চন্ডীতলা: আরজি কর কাণ্ডের প্রতিবাদ এবার এসে পড়লো হুগলি জেলার চন্ডীতলা থানা তে আজ এস এফ আই এবং ডি ওয়াই এফ আই এর পক্ষ থেকে চন্ডিতলা গ্রামীণ হাসপাতালের ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার দাবিতে বিক্ষোভ কর্মসূচি করা হয়।
এই বিক্ষোভ এবং ডেপুটেশন প্রসঙ্গে বাম যুবনেতা অরিজিৎ মিত্র জানান প্রশাসনকে আমরা এক সপ্তাহের সময় দিচ্ছি তার ভেতরে যেন নিরাপত্তা ব্যবস্থা মজবুত করা হয়।

    আর প্রশাসন যদি কোন রকম ঢিলামি করে আমরা এক সপ্তাহের পর থেকে বৃহত্তর আন্দোলনের পথে যাবো।
    উক্ত সংগঠন চন্ডীতলা থানায় একটি স্মারকলিপি জমা দেন অফিসারের কাছে।