সকলের জন্য শিক্ষা ও কাজের দাবিতে মেদিনীপুরে এস এফ আই এবং ডি ওয়াই এফ আই এর মিছিল ও ডেপুটেশন

 

    নিজস্ব সংবাদদাতা, নতুন গতি, মেদিনীপুর : “নিউ নর্মালে তোল আওয়াজ, চাই সবার শিক্ষা সবার কাজ” এই শ্লোগানকে সামনে রেখে গোটা বাংলার সঙ্গে তাল মিলিয়ে মেদিনীপুর শহরেও শিক্ষিত ও বেকার ছাত্র-যুবদের দাবি নিয়ে রাজপথে নেমে আন্দোলনে সামিল হলো বামপন্থী ছাত্র-যুব সংগঠন এস এফ আই ও ডি ওয়াই এফ আই। মঙ্গলবার দুপুরে সকলের জন্যে শিক্ষা ও কাজের দাবিতে, বিজেপি সরকারের নেতৃত্বে দেশের সরকারী শিল্পগুলিকে তাঁবেদার শিল্পপতিদের কাছে বিক্রির বিরুদ্ধে, নয়া বাণিজ্যমুখী জাতীয় শিক্ষানীতি বাতিল দাবিতে, শিক্ষায় নৈরাজ্যের প্রতিবাদে, রাজ্য জুড়ে ১০০ দিনের শাসক তৃণমূল দলের দুর্নীতির বিরুদ্ধে , বেকারদের ৬০০০ টাকা বেকার ভাতা প্রদানের দাবিতে,বাংলা আবাস যোজনায় ,পঞ্চায়েত-পৌরসভা পরিচালনায় , রেশন বণ্টনে শাসক দলের চূড়ান্ত দুর্নীতি ও দলবাজির প্রতিবাদে,তৃণমূল ও বিজেপি উভয় দলের মদতে রাজ্য ও দেশ জুড়ে ধর্মীয় সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে মানুষে মানুষে মৈত্রী-ভাতৃত্বের বন্ধনকে মজবুত করতে, শালবনী ও গোয়ালতোড় এর প্রস্তাবিত স্টিল কারখানা চালুর দাবিতে,এস এস সি চালু সহ রাজ্য ও কেন্দ্রীয় সরকারী বিভিন্ন দপ্তরে শূন্যপদে নিয়োগের দাবিতে,করোনা মোকাবিলায় কেন্দ্র ও রাজ্য সরকারের সার্বিক ব্যর্থতার প্রতিবাদ সহ সার্বজনীন স্বাস্থ্য পরিষেবার দাবিতে এস এফ আই ও ডি ওয়াই এফ আই এর পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির আহবানে ১৫ই সেপ্টেম্বর, মঙ্গলবার মেদিনীপুর শহরের রাজপথে বিশাল মিছিলে সামিন হয় ছাত্র-যুবরা।

     

    মিছিলে নেতৃত্ব দেন ডিওয়াইএফআই এর পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি রঞ্জিত পাল, জেলা সম্পাদক সুমিত অধিকারী, এস এফ আই পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক প্রসেনজিৎ মুদি, সভাপতি সাদ্দাম হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভাপ এস শহরের কর্মচারী ভবন থেকে মিছিল শুরু হয় ছাত্র-যুবদের একটি বৃহৎ মিছিল বিভিন্ন রাস্তা পরিক্রমা করে কালেক্টরের গেটে এসে শেষ হয়।মিছিল শেষে কালেক্টরেটের সামনে অবস্থান বিক্ষোভ চলে থাকে এবং সৌগত পন্ডা, সুব্রত চক্রবর্তী, বেলাল মীর প্রমুখ ছাত্র যুব নেতৃত্বের এক প্রতিনিধদল জেলাশাসকের দপ্তরে ডেপুটেশন প্রদান করেন।