শিক্ষা সংক্রান্ত নানা দাবিতে এস এফ আই এর বিক্ষোভ কর্মসূচি

নতুন গতি ওয়েব ডেস্ক: গোটা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় বামপন্থী ছাত্র সংগঠন এস এফ আই এর অবস্থান বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হলো। বর্তমান করোনা পরিস্থিতিতে লকডাউনের সংকটকালে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষা সংক্রান্ত নানা দাবিতে এদিন তাঁরা সরব হলো ।

    বুধবারের বিক্ষোভ কর্মসূচিতে যে দাবি গুলি তোলা হয় তা হলো,এই সময়কালে স্কুল কলেজের ফি নেওয়া চলবে না,অনলাইন ক্লাসের ভিত্তিতে পরীক্ষা নেওয়া চলবে না,রাজ্য ও কেন্দ্রের সরকারকে শিক্ষাখাতে ‘বিশেষ স্টিমুলাস প্যাকেজ’ ঘোষণা করতে হবে,শিক্ষাখাতে ব্যয় বরাদ্দ বাড়াতে হবে, দ্বাদশ শ্রেণী অবধি মাসে দুবার মিড-ডে চালু করতে হবে এবং যতদিন স্কুল বন্ধ থাকছে ততদিন মাসে কমপক্ষে দু’বার চাল-ডাল-আলু বিতরণ করতে হবে,সেমিস্টার ফিস মুকুব করতে হবে,সমস্ত স্কলারশিপ, ফেলোশিপ চালু রাখতে হবে,অনলাইন শিক্ষা বাধ্যতামূলক করা যাবেনা,সিলেবাস শেষ না করে পরীক্ষা নেওয়া যাবেনা,ছাত্রছাত্রীদের বিনামূল্যে মাস্ক,হ্যান্ড স্যানিটাইজার দিতে হবে, লকডাউন-পরবর্তী সময়ে পরীক্ষা ও পঠনপাঠন বিষয়ে শিক্ষার্থীদের ও ছাত্র সংগঠন গুলোর মতামত নিতে হবে, মেস সংক্রান্ত জুলুমবাজির বিরুদ্ধে প্রশাসনকে পদক্ষেপ নিতে হবে।

    এই সকল দাবি গুলি কে সামনে রেখে মেদিনীপুর কলেজগেটের সামনে, কেশপুর,পিংলা,সোনামুই সহ কয়েকটি স্থানে এস এফ আই এর নেতৃত্বে অবস্থান বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিভিন্ন স্থানে নেতৃত্ব দেন সংগঠনের জেলা সম্পাদক প্রসেনজিৎ মুদি,সৌভিক পাঁজা,সৌমেন চক্রবর্তী,সন্তু ভৌমিকসহ অন্যান্যরা।