|
---|
নিজস্ব প্রতিনিধি, কলকাতা : শনিবার, কবি মনোরঞ্জন আচার্য্য সম্পাদিত শব্দেরা স্বাধীন সাহিত্য পত্রিকার সংখ্যা প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট সভাগৃহে। বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাডেমী অনুমোদিত এই পত্রিকার এদিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওই একাডেমীর প্রধান উপদেষ্টা ও শব্দেরা স্বাধীনের সভাপতি বিশিষ্ট কবি সঞ্জয় কুমার মুখোপাধ্যায়। বিশেষ অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেন শব্দেরা স্বাধীন সাহিত্য পত্রিকার প্রধান উপদেষ্টা ও বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাডেমির প্রধান পৃষ্ঠপোষক কবি দেবপ্রসাদ বসু, ছিলেন উপকৃত পত্রিকার উপদেষ্টা ও ‘অনুভূতির কথায়’ কৃষ্টিগত সাময়িকীর সম্পাদক ও ‘নতুন গতি’র সাংবাদিক কবি হামিম হোসেন মণ্ডল (বুলবুল), ‘নির্বাণ বুকস’-এর প্রকাশক তন্ময় মণ্ডল, কবি সৌমেন্দ্র নাথ মহাতো, কবি বীরেন আচার্য্য প্রমুখ।
অনুষ্ঠানে বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাডেমীর প্রয়াত চেয়ারম্যান শ্রী সোমনাথ নাগের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে তাঁর ছবিতে মাল্যদান করেন বিশিষ্ট অতিথিরা। এরপর প্রদীপ প্রজ্বলন, কবিতা পাঠ, অতিথিদের বক্তব্যে অনুষ্ঠানটি মনোরম হয়ে ওঠে। বক্তব্য রাখতে গিয়ে হামিম হোসেন মণ্ডল লেখা, পত্রিকার দপ্তরে লেখা পাঠানোর, লেখা সংগ্রহ করে সম্পাদনা করা এবং লেখা চুরি ও ছদ্মনাম ব্যবহার প্রসঙ্গে যথার্থ একটা ধারণা দিয়ে যান।
অনুষ্ঠানে পরমাণু কবিতার উদ্ভাবক শ্রী সোমনাথ নাগের কন্যা সুনন্দা নাগের হাত দিয়ে ‘সোমনাথ নাথ স্মৃতি পুরস্কার’ প্রদান করা হয় এবং আয়োজক পত্রিকার সম্পাদকের স্বর্গীয় পিতার নামে ঈশ্বর দিবাকর আচার্য্য স্মৃতি পুরস্কার প্রদান করে পত্রিকা গোষ্ঠী। কবি মনোরঞ্জন আচার্য্য নিজ উদ্ভাবিত রচনা অক্ষর সোপান এবং ঘন্টচক্র কাব্যশৈলী জন্য কবিতা রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কবিদের পুরস্কৃত করেন। উপস্থিত প্রত্যেককে উত্তরীয়, ব্যাজ পরিয়ে মেমেন্টো ও পত্রিকা দিয়ে সম্মানীত করা হয়। পত্রিকায় লেখা দিয়েছেন কিন্তু উপস্থিত হননি তাদের জন্য গভীর দুঃখ প্রকাশ করলেন পত্রিকার সম্পাদক। তিনি ‘নতুন গতি’কে বলেন, ‘আমরা সবাইকে উত্তরীয়, ব্যাজ পরিয়ে ও মেমেন্ট দিয়ে সম্মাননা জানাই। বিনামূল্যে পত্রিকা দিই। টিফিনের ব্যবস্থা থাকে। তবুও যদি যাদের লেখা প্রকাশ পেয়েছে এবং আমন্ত্রণ জানানো হয়েছে তারা যদি না উপস্থিত থাকেন তাহলে খুবই মর্মাহত হই। তাদের জন্যই তো এ অনুষ্ঠানের আয়োজন করা।’