|
---|
নিজস্ব সংবাদদাতা, নতুন গতি: গত জানুয়ারিতে কালিম্পং – এর বিভিন্ন জায়গায় শুটিং হয়েছিল “রুদ্র ফিল্ম” প্রযোজিত সাহিন আকতার পরিচালিত “বিদেহী” নামক পূর্ণদৈর্ঘ্য ছবির। ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সুচন্দন বৈদ্য ও সাহিন আকতার। প্রযোজনা করেছেন অবন্তিকা ঘোষ।
মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সায়ন ঘোষ, শ্রেয়া ভট্টাচার্য ও শুভাশিষ সিকদার। এছাড়াও ছিলেন গোপাল সরকার, সোমনাথ মন্ডল, উমা ব্যানার্জি, পাপিয়া পাল, জিৎ সুন্দর, মধ্যমা হালদার ও তৃষান ঘোষ।
“বিদেহী” হল মাতৃত্বের গল্প। দু’জন মায়ের মাতৃত্ব নিয়ে গল্পের প্রেক্ষাপট তৈরি করেছেন পরিচালক। তিনি বলেন, তার প্রথম সিনেমা নিয়ে খুব আশাবাদী। সিনেমাটি দর্শকদের খুব ভালো লাগবে।