|
---|
খান আরশাদ, বীরভূম:
প্যালেস্টাইনের পতাকা হাতে নিয়ে ইজরায়েলের বিরোধিতা করে মহরমের দিন রাজনগরে মহরমে শোক মিছিল করলেন সাকিরপাড়া গ্রামের মুসলিম সম্প্রদায়ের মানুষেরা।
বুধবার সর্বত্র পালিত হচ্ছে পবিত্র মহরম পর্ব। এই মহরম উপলক্ষে রাজনগর ব্লকের বিভিন্ন গ্রামের মুসলিম সম্প্রদায়ের মানুষ নিজ নিজ গ্রাম থেকে তাজিয়া ও নিশান নিয়ে শোভাযাত্রা করে রাজনগর ইমামবাড়া প্রাঙ্গনে এসে উপস্থিত হন বুধবার সকালে এবং সেখানে এখানকার সাবেকি প্রথা মেনে লাঠিখেলা সহ মর্সিয়া ও মাতম করলেন। এই ইমামবাড়া প্রাঙ্গনে বুধবার মহরমের দিন দেখা গেল এক অন্য চিত্র। রাজনগরের শাকিরপাড়া গ্রামের মুসলিম সম্প্রদায়ের মানুষ অন্যান্য গ্রামের পাশাপাশি তারাও মহরমে শোভাযাত্রা করে ইমামবাড়া প্রাঙ্গনে উপস্থিত হন। কিন্তু এবারের মহরমের দিনটি তাঁরা একটু অন্যভাবে পালন করলেন। অন্যান্য গ্রামের মুসলিম সম্প্রদায়ের মানুষ যখন ইমাম হোসেনের শোকে ব্যাকুল হয়ে মর্সিয়া ও মাতম প্রদর্শন করলেন, সেখানে সাকিরপাড়া গ্রামবাসীরা অন্যান্যদের মতো মহরম উপলক্ষে ইমাম হোসেনের স্মরণে মর্সিয়া ও মাতম তো করলেনই ,পাশাপাশি তাঁরা ইজরায়েলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে এবং প্যালেস্টাইনকে সমর্থন জানিয়ে মাতম করতে করতে ইমামবাড়া প্রাঙ্গনে উপস্থিত হলেন।
প্যালেস্টাইনের পতাকা হাতে নিয়ে এবং প্রতীকি শবদেহ নিয়ে শোক মিছিল করলেন তাঁরা। গ্রামবাসীদের একজন জানালেন ফিলিস্তিনিদের ইসরাইল নির্মমভাবে হত্যা করেছে। ইসরাইলের এই হত্যালীলার প্রতিবাদ করে সাকিরপাড়া গ্রামবাসীরা ইজরায়েলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন আমরা ভারতবাসী হিসেবে ফিলিস্তিনিদের সাথে আছি।