শক্তিগড় উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতালেন অভিনেত্রী পায়েল সরকার।

লুতুব আলি, বর্ধমান, ২২ জানুয়ারি : ১৫ তম শক্তিগড় উৎসবের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো ২১ জানুয়ারি। উদ্বোধন করেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক। উদ্বোধনী অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চ মাতালের টলিউডের জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার। শক্তিগড় যুব গোষ্ঠীর পরিচালনায় শক্তিগড় যুব গোষ্ঠীর মাঠে উৎসব শুরু হয়েছে। চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত। উল্লেখ্য, এদিন মূল অনুষ্ঠান শুরু হওয়ার প্রাক্কালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শক্তিগড় এলাকা পরিক্রমা করে। শোভাযাত্রায় ঘোড়া নাচ, রণপা, অ্যাডভান্স ট্রেনিং একাডেমির ছাত্র-ছাত্রীরা সুসজ্জিত ভাবে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। এছাড়াও ক্লাবের সকল সদস্য আমন্ত্রিত অতিথি ও এলাকার মানুষেরা এই শোভাযাত্রায় অংশ নেন। অভিনেত্রী পায়েল সরকার বলেন, শক্তিগড় উৎসবে আসতে পেরে আপ্লুত হয়েছি। দীর্ঘ ১৫ বছর ধরে সাংস্কৃতিক আন্দোলনকে উজ্জীবিত করতে শক্তি যে সদর্থক ভূমিকা নিয়েছে সে বিষয়ে পায়েল সরকার ভুয়সী প্রশংসা করেন। নিশীথ কুমার মালিক বলেন, উৎসব মানেই সম্প্রীতির মেলবন্ধন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার। তিনিও এই আয়োজনে উপস্থিত থাকতে পেরে সন্তোষ প্রকাশ করেন। অনুষ্ঠানের সকলকে স্বাগত জানান শক্তিগড় যুবগোষ্ঠীর সভাপতি শেখ রতন, সম্পাদক শেখ কামরুল হাসান, সভাপতি শেখ আব্দুল আজিম, যুগ্ম সহ-সম্পাদক শেখ সাবীর আলী, রোহাল মল্লিক সহ শেখ কবির, যুব গোষ্ঠীর ক্রীড়া সম্পাদক শেখ শামসের আলম প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট কবি প্রাবন্ধিক আবু মনির উদ্দিন চৌধুরী, বর্ধমান ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি অরুন গোলদার, উপপ্রধান রমেশ চন্দ্র সরকার, প্রাক্তন উপপ্রধান গৌরাঙ্গ লাল বসু, বিশিষ্ট সমাজসেবী মোঃ মহসিন, পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ শক্তিপদ পাল প্রমুখ।