১৫ দিন ধরে দুস্থ মানুষের খাদ্য দিয়ে পাশে দাঁড়ালেন শামিম আলি

সাকিব হাসান,উঃ২8 পরগনা: করোনা পরিস্থিতির রেশ টানতে রাজ্যে আংশিক লকডাউন চলছে। কিন্তু কোপ পড়েছে মধ্যবিত্ত থেকে গরিব মানুষের ঘারে।

    উত্তর ২৪ পরগনার বেলেঘাটা বাজারে দীর্ঘ ১৫ দিন ধরে ১৫০ লকডাউনে কাজ হারানো অসহায় মানুষের হাতে রান্না করা খাদ্য তুলে দিচ্ছেন। আজকে প্রায় ১৫০ জন মানুষের হাতে খাদ্য ও বস্ত্র তুলে দেন সমাজসেবী শামিম আলি।

    এই প্রসঙ্গে শামিম আলি বলে, মানুষ মানুষের জন্য। আমি কোন দান করছি না এটা আমার নৈতিক দায়িত্ব ও কর্তব্য। আমি দুবেলা ভালো-মন্দ খাব আর আমার পাশের বাড়ির না খেতে পেয়ে কষ্ট পাবে এটা মানবতা শেখায় না। তাই এই লকডাউনের সময় অসহায় মানুষ অনেকই কাজ হারিয়ে তারা ঠিকমতো খাওয়া-দাওয়া করতে পারছেন না। মূলত তাদের জন্যই আমার এই উদ্যোগ। গত ১৫ দিন ধরে আমি এবং আমার সহযোগীরা তাদের হাতে রান্না করা খাদ্য পৌছে দিচ্ছি। উপস্থিত ছিলেন, বেলেঘাটা ফলতি গ্রাম পঞ্চায়েতের প্রধান নজিবুর রহমান ও সমাজসেবী রাকিবুল ইসলাম, মইদুল ইসলাম, আব্বাস আলী ও বিশিষ্ঠজনেরা।