|
---|
নিজস্ব সংবাদদাতা: সন্ধে নামতেই আলিপুরদুয়ারের ফালাকাটা শহরের বড় রাস্তা, এমনকি অলিগলিগুলিতেও সাইকেলে চড়ে ঘুরতে দেখা যাচ্ছে একজনকে। রাস্তায় টহল দিয়ে সাধারণ মানুষের সুরক্ষা খতিয়ে দেখছেন। তিনি স্থানীয় থানার আইসি শমিত তালুকদার। খাকি উর্দি নয়, একেবারে সাদা পোশাকে, কোনও রক্ষী ছাড়াই ঘুরে বেড়াচ্ছেন এই পুলিশ অফিসার।
সাধারণ মানুষও থানার আইসির সাইকেল অভিযানে বেজায় খুশি। কারণ, বাসিন্দারা দেখতে পাচ্ছেন আইসির সাইকেল নিয়ে শহরের রাস্তায় টহল দেওয়ার জন্য এলাকায় মদ, গাঁজা ও জুয়ার ঠেকগুলি রাতারাতি উধাও হয়ে গিয়েছে। এমনকি রাত বাড়লে শহরের রাস্তায় মাতালদের দৌরাত্ম্যও সেভাবে চোখে পড়ছে না। কারণ, সন্ধের পর আইসির এই রোজের সাইকেল অভিযানে বেশ কিছু মদ্যপ ব্যক্তি পুলিশের হাতে ধরা পড়েছে। আই সি নিজে জানালেন আমাদের দায়িত্ব মানুষের সেবা করা এবং তাই আমরা নেমেছি মানুষের নিরাপত্তার খাতিরে। ফালাকাটার আইসি নিজে জানালেন রোজ সন্ধ্যায় আমরা বের হচ্ছি আমি নিজে লক্ষ রাখছি। এটাই আমার কর্তব্য জানালেন আই সি তালুকদার।