অবশেষে বাঘের আক্রমণে আহত শঙ্কর সরদারের মৃত্যু হলো হাসপাতালে

বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা : আবারো বাঘের আক্রমণে গুরুত্বর আহত কুলতলীর দেউলবাড়ীর বাসিন্দার বছর তিরিশের শঙ্কর সরদার, পিতা মৃত রাধাকান্ত সরদার। গত ২৮শে জানুয়ারি বৈধ কাগজ নিয়ে তিন বন্ধু সত্য বৈদ্য ও শ্যামল মণ্ডলকে নিয়ে বেনিফিলি জঙ্গলে কাঁকড়া ধরতে যায়। কাঁকড়া ধরার মুহূর্তে সোমবার আনুমানিক বেলা সাড়ে বারোটার সময়ে বাঘ শংকরকে আক্রমণ করে সাথে থাকা দুই বন্ধুর অসীম সাহসিকতায় বাঘের মুখ থেকে শঙ্করকে ছাড়িয়ে আনে, এতেই গুরুতর আহতহন। বন্ধুদের সহযোগিতায় বাঘের মুখ থেকে ছাড়িয়ে আনলেও শেষ রক্ষা পেলো না। চিকিৎসার জন্য প্রথমে জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে, পরে জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন। আজ বেলা এগারো টা দশ মিনিটে এসএসকেএম এর স্টমা কেয়ারে তার মৃত্যু ঘটে। পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। একমাত্র রোজগেরে নদীতে কাঁকড়া ধরতে গিয়ে এই বিপদ। মরার উপর খাড়ার ঘাঁ । দুই মেয়ে ও এক ছেলে বর্ষা সরদার,শ্রাবন্তী সরদার ও অঙ্কুশ সরদার,স্ত্রী মনসা সরদার এই মুহুর্তে কি করবে, কে বা তাদের আহার যোগাবে!