রঘুবংশ পত্রিকার শারদ সংখ্যা প্রকাশ

নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার প্রকাশিত হলো রঘুবংশ পত্রিকার শারদ সংখ্যা। মেদিনীপুর শহরের বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে রঘুবংশ পত্রিকার নবম বর্ষ সংখ্যা উদ্বোধন করলেন মেদিনীপুর জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক বরুণ মন্ডল। এদিন স্বাগত ভাষণ দেন বুদ্ধদেব ভট্টাচার্য। এদিনের অনুষ্ঠান মঞ্চে সাহিত্যিক কবি অমিতাভ গুপ্ত ও গল্পকার হরেন্দ্রনাথ সিংকে রঘুবংশ সম্মাননা প্রদান করা হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোক সংস্কৃতিক গবেষক ডঃ মধুপ দে, দূরশিক্ষা বিভাগের জনক ও প্রাবন্ধিক ডঃ সন্তোষ ঘোড়াই, কবি সিদ্ধার্থ সাঁতরা, কবি জয়ন্ত চট্টোপাধ্যায়, নাট্য সমালোচক রঞ্জন গাঙ্গুলি, মৃত্তিকা গাঙ্গুলি, কবি অচিন্ত্য নন্দী, শিক্ষাবিদ বুদ্ধদেব ভট্টাচার্য, কবি তাপস মাইতি, সাংবাদিক জয়ন্ত মন্ডল, শিক্ষক সেখ মহম্মদ ইমরান ইমরান প্রমুখ।

    রঘুবংশ পত্রিকা মেদিনীপুর, কলকাতা, হুগলি থেকে একযোগে প্রকাশিত হয় বলে জানিয়েছেন পত্রিকার সভাপতি ডঃ শান্তনু পান্ডা। তিনি বলেন, নামখানা লিটল হলেও ব্যাপারখানা কিন্তু ছোটখাট নয়। সাহিত্যের ইতিহাসের ক্রমবর্ধমান ধারায় ‘লিটল ম্যাগাজিনে’র ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোটবেলা থেকেই শুনে আসা কথাটা মনে পড়ে যায়, “বড় যদি হতে চাও ছোট হও তবে”। সমগ্র অনুষ্ঠানটি সুললিত কণ্ঠে ও সুচারুভাবে সঞ্চালনা করেন রীতা বেরা। ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সম্পন্ন করেন সম্পাদক শ্রীকান্ত ভট্টাচার্য।