সন্তান-সন্ততির মঙ্গলকামনায় ষষ্ঠী পুজোর আরাধনায় ব্রতী হলেন মহিলারা

মালদা, ৮ জুন : সন্তান-সন্ততির মঙ্গলকামনায় ষষ্ঠী পুজোর আরাধনায় ব্রতী হলেন মহিলারা।  শনিবার মালদা জেলা জুড়ে পালিত হল ষষ্ঠী পুজো। মূলত বট গাছকে কেন্দ্র করে ষষ্ঠী পুজো অনুষ্ঠীত হয়। নিষ্ঠার সঙ্গে অনুষ্ঠীত হয় পুজো। মালদা শহরের মালঞ্চপল্লী,কৃষ্ণপল্লী,মনস্কামনা মন্দির,হ্যান্টাকালী মন্দির সহ বিভিন্ন জায়গায় ষষ্ঠী পূজার আয়োজন করা হয়।
ষষ্ঠী পুজো মূলত জামাই ষষ্ঠী নামে প্রচলিত। প্রাচীন নিয়ম মেনে বট ও পাকুড় গাছকে ঘিরে ষষ্ঠী পুজোয় ব্রতী হন মহিলার। বাঁশের পাখা কুলা ডালি হল পুজোর মূল উপকরণ। এছাড়াও পুজোতে খেজুর, তালশ্বাস, আম,জাম, লিচু সহ বিভিন্ন ফল দিয়ে পুজো করা হয়। বট গাছে সুতো জড়িয়ে পাকা আম দিয়ে পুজো দিয়ে সন্তানদের মঙ্গল কামনা করেন মহিলারা। তবে ষষ্ঠী পুজা উপলক্ষে এদিন বাজারে ব্যাপক ভিড় লক্ষ করা যায়। বাজার করতে গিয়ে মাথায় হাত পড়েছে মধ্যবিত্তদের।মাছ,মাংস থেকে সমস্ত জিনিসের দাম আকাশ ছোয়া। ৭০০ টাকা কেজি দরে বিক্রি হল খাসির মাংস । ইলিশ মাছ এদিন বিক্রি হল ১৫০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত। তবে দাম বৃদ্ধি হলেও জামাই আদরে খামতি রাখতে চাইনি কোন শ্বশুর।