খারকভ ও ডোনেৎস্কে লাগাতার গোলাবর্ষণ পুতিন বাহিনীর

নতুন গতি নিউজ ডেস্ক: খারকভ ও ডোনেৎস্কে লাগাতার গোলাবর্ষণ পুতিন বাহিনীর। ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযানের’ দ্বিতীয় দফায় আরও আক্রমণাত্মক হয়ে উঠেছে রুশ সেনাবাহিনী।

    বিশ্লেষকদের মতে, কিয়েভ দখলে ব্যর্থ হওয়ার পর পূর্ব ইউক্রেনের সামরিক অভিযান বাড়িয়ে তুলেছে রাশিয়া। গোটা দোনবাস অঞ্চল দখল করাই তাদের উদ্দেশ্য। ইতিমধ্যে জেলেনস্কি বাহিনীর হাতছাড়া হয়েছে মারিওপোল। এবার দোনবাসের পতন হলে তা কিয়েভের জন্য বড় ধাক্কা হবে।

    এদিকে, সরাসরি রাশিয়ার জয় মেনে না নিলেও মারিওপোল ‘পরাধীন’ বলে জানিয়েছে কিয়েভ। বন্দর শহরটির সব বাসিন্দাকে অবিলম্বে শহর ছেড়ে বেরিয়ে যাওয়ার আবেদন জানিয়েছেন মেয়র বাদিম বয়চেঙ্কো।