|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: এবার জেলা সভাপতির পদ থেকে সরানো হল শিশির অধিকারীকে। পূর্ব মেদিনীপুরের তৃনমূল কংগ্রেসের জেলা সভাপতির দায়িত্বে ছিলেন শিশির অধিকারী। তাকে সেই পদ থেকে সরালো তৃণমূল৷ ছেলে শুভেন্দু অধিকারী বিজেপি যোগ দিয়েছে। বাবা শিশির অধিকারীকে তাই আগেই দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ থেকে সরিয়েছে শাসক দল। এর আগে কাঁথি পুরসভার প্রশাসক পদ থেকে সরানো হয়েছিল শিশির–পুত্র সৌমেন্দু অধিকারীকেও। তার পরই সৌমেন্দু বিজেপিতে যোগ দিয়েছিলেন। আর এবার শিশির অধিকারীকে সরানো হল জেলা সভাপতির পদ থেকেও। বিজেপিতে যোগদানের পর থেকেই রীতিমতো তৃণমূল দলটিকে উঠতে বসতে কটাক্ষ করছে শুভেন্দু অধিকারী। এ ব্যাপারে রীতিমতো হুঙ্কার দিয়েছেন শিশির–পুত্র বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। পশ্চিম বর্ধমানের আসানসোলে বিজেপি–র এক মিছিল চলাকালীন এদিন শুভেন্দু বলেন, যাঁরা তাঁকে সরিয়ে দিয়েছেন মে মাসে তাঁদেরই পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে দেওয়া হবে।