কেশপুরের মুগবসানে দিদির সুরক্ষা কবজ কর্মসূচিতে শিউলি সাহা!

নিজস্ব সংবাদদাতা :রবিবার সকালে কেশপুরের মুগবসান গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কেওটপাড়া গ্রামে শীতলা মন্দিরে পুজো দিয়ে মন্ত্রী শিউলি সাহা শুরু করেন দিদির সুরক্ষা কবজ প্রচার। মন্দির থেকে বেরিয়ে বাইক রেলির মধ্য দিয়ে পৌঁছায় আশরিফিয়া আস্তানায়। এছাড়াও তিনি এদিন মুগবসান হক্কানিয়া আস্তানা মাজার পরিদর্শন করে মান্নত করেন।

    কেওটপাড়া গ্রামের এক ষাটোষ্ধ রতন মর্জিনা নামে এক অসুস্থ ব্যক্তির সাথে খাটিয়াতে বসে কথা বলেন শিউলি সাহা। পাশাপাশি তার শারীরিক খোঁজখবর নেন মন্ত্রী।

     

    কেওটপাড়া উপস্বাস্থ্য কেন্দ্রে পরিদর্শন করে মন্ত্রী নিজেই সুগার পরীক্ষা করলেন। স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বে থাকা নার্স দিদিমনির কাছ থেকে নিজের সুগার পরীক্ষা করেন। খালি পেটে থাকা অবস্থায় ১৬০ সুগার রয়েছে যা নরমালে থেকে অনেকটাই বেশি। মধ্যাহ্নভোজের মাধ্যমে আমরা সাধারণ মানুষের সঙ্গে আরো নিবিড় সম্পর্ক তৈরি

    আজ কেশপুর ব্লকের অন্তর্গত মুগবাসান ৫ নম্বর অঞ্চলে স্থানীয় মানুষের সঙ্গে মধ্যাহ্নভোজ করেন।

     

    দুপুরে কেশপুর পঞ্চায়েত অফিসে পঞ্চায়েত প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে করেন ও আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে স্ট্রাজেডি করেন। কেওটপাড়া অডিটোরিয়াম হলে মন্ত্রী শিউলি সাহা ইফতার পার্টি তে অংশ গ্রহন করে।

    এদিন দিদির সুরক্ষা কবজ কর্মসূচি তে ছিলেন ব্লক সভাপতি প্রদূৎ পাঞ্জা, সহ সভাপতি শ্যামল আচার্য্য, সহ নেতৃত্ব বৃন্দ।