|
---|
নিজস্ব সংবাদদাতা :কয়েকদিন আগেই সাংসদ অভিনেতা দীপক অধিকারীর জেঠতুতো ভাই কেশপুরের মহিষদা গ্রামের বাসিন্দা বিক্রম অধিকারী তৃণমূল নেতাদের বিরুদ্ধে আবাস যোজনায় কাঠ মানি নিয়ে সরব হয়েছিলেন। তিনি নিজে তৃণমূল কর্মী হয়েও ২০১৬ সালে আবাস যোজনা টাকা তুলে তৃণমূল নেতাদেরকে দিতে বাধ্য হয়েছেন বলে দাবি করেন । এজন্য তিনি আবাস যোজনায় বাড়ি করতে পারেনি বলে উল্লেখ করেন। এছাড়াও তিনি বলেছিলেন, কেশপুরে বিধায়ক শিউলি সাহাকে বলেও কোন কাজ হয়নি। এই ঘটনায় বিজেপি সহ বিরোধীরা সাংসদ দেব ও কেশপুরের বিধায়ক শিউলি সাহার বিরুদ্ধে সরব হয়ে ঘাটাল জুড়ে পোস্টারিং করেছিলেন। এবার পাল্টা বিক্রম অধিকারীর বিরুদ্ধে কেশপুর থানায় এফ আর দায়ের করলেন শিউলি সাহা।
কেশপুরে বিধায়ক তথা মন্ত্রী শিউলি সাহা বলে,ন দেবের জেঠতুতো ভাই বিক্রম অধিকারী বিরোধীদের ইন্ধনে তৃণমূল কংগ্রেস দলকে কালিমা লিপ্ত করার জন্য এই ধরনের মিথ্যা অভিযোগ করছেন।
উনি (বিক্রম অধিকারী) বলেছেন,২০১৬ সালে আবাস যোজনার সমস্ত টাকা তৃণমূল নেতারা নিয়ে নিয়েছে কিন্তু সমস্ত কাগজপত্র চেক করা পর দেখা যাচ্ছে তিন দফায় বাড়ির কাজ হয়েছে বলে টাকা তুলে নিজেই টাকা আত্মসাৎ করে এখন তৃণমূল দলের নামে উল্টোপাল্টা মন্তব্য করেছেন।আমি কেশপুর থানায় উনার নামে এফ আই আর দায়ের করেছি । আমি চাই পুলিশ এই ঘটনা যথাযথ তদন্ত করে উনার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক।