দিদির সুরক্ষা কবচ সফল করতে সাংবাদিক সম্মেলন শিউলি সাহার

নিজস্ব প্রতিবেদক, কেশপুর: মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই প্রচুর সরকারী প্রকল্পের ঘোষণা করেছেন। যা থেকে উপকৃত হয়েছেন সাধারন মানুষ। তার মধ্যে কন্যাশ্রী, রুপশ্রী, যুবশ্রী যেমন রয়েছে, তেমনি রয়েছে দুয়ারে সরকার, লক্ষ্মী ভান্ডারের মতন আরও ১৫টি প্রকল্প। ঠিক তেমনি কদিন আগেই শুরু হয়েছে ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মযজ্ঞ। আগামী দু’মাস ব্যাপী ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মযজ্ঞের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে দল। কন্যাশ্রী, রুপশ্রী, যুবশ্রী সহ মোট ১৫ টি সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা এলাকার সাধারণ মানুষ ঠিকমতো পাচ্ছেন কিনা তা খতিয়ে দেখতে নতুন কর্মসূচি গ্রহণ করেছে তৃণমূল ।

     ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি সফল করার লক্ষ্যে রবিবার সাংবাদিক সম্মেলন করলেন তৃণমূল কংগ্রেসের কেশপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের পঞ্চায়েত দপ্তরের প্রতিমন্ত্রী শিউলি সাহা। কেশপুরে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে এই সম্মেলন হয়। এদিন শিউলি সাহা সাংবাদিক সম্মেলনে জানান, রাজ্য সরকারের নানা প্রকল্পের বার্তা নিয়ে বুথ স্তরের মানুষের কাছে পৌঁছানো হবে। দলমত নির্বিশেষে গ্রামের সর্বস্তরের মানুষ সরকারি বিভিন্ন প্রকল্পের পরিষেবা পাচ্ছেন কিনা তা খতিয়ে দেখা হবে। মানুষের সুবিধা অসুবিধার কথা শুনে সেই অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।
    এদিনের সম্মেলনে কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রদ্যুত ঘোষ , মহিলা সভানেত্রী হাবিবা বেগম সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন।