|
---|
খান আরশাদ, বীরভূম: বীরভূমের খয়রাশোল এর অজয় নদী থেকে উদ্ধার প্রাচীন শিবলিঙ্গ গুলি পুরাতত্ত্ব বিভাগ এর হাতে তুলে দেওয়া হবে বলে জানালেন খয়রাশোল থানার ওসি সঞ্চয়ন ব্যানার্জি। প্রসঙ্গত উল্লেখ্য খয়রাশোল এর অজয় নদী থেকে বেশ কয়েকটি প্রাচীন শিবলিঙ্গ উদ্ধার করে খয়রাশোল থানার পুলিশ।
প্রথমে এগুলি স্থানীয়দের নজরে পড়ে। পরে খয়রাশোল থানায় খবর দেওয়া হলে ওসি সঞ্চয়ন ব্যানার্জির নির্দেশে খয়রাশোল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাচীন সেই শিবলিঙ্গ গুলি নিয়ে আসে। ওসি সঞ্জয় ব্যানার্জি জানান চারটি পূর্ণ শিবলিঙ্গ সহ বেশ কয়েকটি ভগ্ন অবস্থায় উদ্ধার করা হয়েছে। অনুমান করা হচ্ছে এইগুলি প্রায় তিনশ বছরের প্রাচীন। এগুলি পুরাতত্ত্ব বিভাগ এর হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন খয়রাশোল থানার ওসি। বর্তমানে এগুলি খয়রাশোল থানায় ওসির তত্ত্বাবধানে রক্ষিত রয়েছে।