দার্জিলিঙে পালন করা হচ্ছে শিবরাত্রি

দার্জিলিং: মহা শিবরাত্রী আজ সকাল থেকেই পালন করা শুরু হয়েছে আজ পাহাড়ে।দার্জিলিং এর বিভিন্ন মন্দিরে পালন করা হচ্ছে শিবরাত্রী।পাহাড়ের মানুষ প্রতিবছরই পালন করা হয় শিবরাত্রী।এবছর পাহাড়ের বিভিন্ন ভাষাভাষী মানুষ পালন করছে শিবরাত্রী।

    আজ সকাল থেকেই পাহাড়ের বিভিন্ন মন্দিরে প্রচণ্ড ভীড় হতে শুরু করে মহাদেবের মাথায় জল ঢালবার জন্য।পুরুষ এবং মহিলা সবাই একসাথে মন্দিরে চলে আসেন শিবের মাথায় জল ঢালতে।শিবরাত্রী উপলক্ষে গত কয়েকদিন ধরেই ফুল এবং ফলের বাজারে ছিল আগুন দাম।বিশেষ করে ফুল কিনতে গিয়ে রীতিমতো নাজেহাল হয়ে পড়েন সাধারন মানুষেরা।শিবরাত্রীতে ধুতরা ফুলের ব্যাবহার প্রচলিত থাকায় ধুতরা ফুলের দাম ছিলো আগুনের মত।বিক্রেতারা জানিয়েছেন কিছুই করবার নেই তাদের,তাদের কিনতেই হচ্ছে আগুন দামে।তাদের কিছুই করবার নেই।

    এছারা পাহাড় ফলের দামও দুদিন ধরেই ছিলো আগুনের মতন।কিনতে গিয়ে রীতিমতো নাজেহাল হয়ে পড়েন সাধারন মানুষ।পাহাড়ে রাজনৈতিক নেতৃত্বও এদিন শিবরাত্রী পালন করেন।শান্তা ছেত্রী এবং বিনয় তামাং এদিন মহাশিবরাত্রী পালন করেন।সবমিলিয়ে এদিন পাহাড়ের মানুষ উৎসব করেই পালন করছেন মহাশিবরাত্রী।