রাজ ঠাকরের হুমকির পর ওরঙ্গজেবের সমাধিস্থলে নিরাপত্তা বাড়ালো শিব সেনা

দেবজিৎ মুখার্জি: রাজ ঠাকরের দল মহারাষ্ট্র নবনির্মাণ সেনার হুমকির পর আরো ৬ জন পুলিশকর্মীকে মোতায়েন করে ঔরঙ্গজেবের সমাধিস্থলে নিরাপত্তা জোরদার করল শিব সেনা।

    ঘটনাটির সূত্রপাত আইমিম নেতা আসাদউদ্দিন ওয়েইসির ওই সমাধিস্থল দর্শন থেকে। ওই দর্শন ঘিরে বিতর্কের আশঙ্কা প্রকাশ করেন বর্ষিয়ান নেতা শরদ পাওয়ার। আর তাই হয় সত্যি।

    এমএনএস নেতা ক্ষোভ উগরে টুইটারে বলেন “শিবাজির ভূমিতে এক মুঘল শাসকের সমাধি কেন থাকবে। যদি ওই সমাধিস্থল ধ্বংস করে দেওয়া হয়, তাহলে ঔরঙ্গজেবের উত্তরাধিকারীরা এখানে এসে মাথা ঠুকতে পারবেন না।”

    তিনি আরো বলেন “শিব সেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরেও চাইতেন ওই সমাধিস্থল ধ্বংস করে দেওয়া হোক। আপনারা কি বালাসাহেবের কথা মানবেন না? অবশ্য আপনারা ঔরঙ্গাবাদের নাম বদলানোর দাবি থেকে উলটো পথে হাঁটা শুরু করেছেন।”

    এই টুইটের পর ASI এর কাছে সমাধিস্থল তালা মারার দাবি করেন খুলতাবাদের বেশ কয়েকজন বাসিন্দা। কিন্তু সংস্থার ঔরঙ্গাবাদ অঞ্চলের সুপারিটেন্ডেন্ট মিলনকুমার চৌলের বক্তব্য লিখিত আবেদন ছাড়া কোনো পদক্ষেপ নেওয়া হবেনা। তবে তারা জানিয়েছেন যে সমাধিস্থলে তারা আরো ৪ জন কর্মীকে মোতায়েন করেছেন এবং পুলিশের সাহায্য চেয়েছেন।