বীরভূমের লোকপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু

 

     

     

    খান আরশাদ, বীরভূম:

    বিদ্যুৎপৃষ্ট হয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু বীরভূমের লোকপুরে

     

    বীরভূমের খয়রাশোল ব্লকের লোকপুর গ্রামের থান্দের পাড়ায় মঙ্গলবার প্রণব বাউরী নামে ২১ বছর বয়সী এক যুবক কাঁচা বাশ কেটে আনার সময় এগারো হাজার ভোল্টের তারের সাথে জড়িয়ে গেলে বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়ে। স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে ছাড়ানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি।
    খবর পেয়ে লোকপুর থানার পুলিশ এসে নাকড়াকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বিদ্যুৎ স্পৃষ্ট ওই যুবককে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান লোকপুরের থান্দের পুকুর ও ডোমগড়ে পুকুর পাড় থেকে বাঁশ কেটে আনার সময় ঘটে বিপত্তি। সেখানে এগারো হাজার ভোল্টের তার মাটি থেকে মাত্র দশ ফুট উঁচুতে ঝুলে রয়েছে বলে অভিযোগ।
    বিদ্যুৎ দপ্তরে বারবার জানানো স্বত্ত্বেও কোনো সুরাহা হয়নি। ১১ হাজার ভোল্টের তার এত নিচুতে ঝুলে থাকা সত্ত্বেও বিদ্যুৎ দপ্তর কোন ব্যবস্থা নেয় নি বলে স্থানীয়রা অভিযোগ করছেন।
    এই তারের সাথে সংস্পর্শেই আসার ফলেই ওই যুবকের মৃত্যু হয়।
    মৃত পরিবারের হাতে ক্ষতিপূরণ দেয়ার জন্য বিদ্যুৎ দপ্তরের কাছে দাবি তোলেন স্থানীয় লোকজন।