|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: “উচ্চশিক্ষিত! তাহলে কেন এমন পথ অবলম্বন করলেন?” চমকে গিয়ে প্রশ্ন নেটিজেনদের।
জানা গিয়েছে, করাচি বিশ্ববিদ্যালয় চত্বরে বিস্ফোরণের সাথে যুক্ত আত্মঘাতী মহিলা জঙ্গি শারি বালোচ জীববিদ্যা ও দর্শনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছিলেন এবং পেশাগতভাবে তিনি একজন শিক্ষিকা।
তবে এর থেকে অবাক করে দেওয়ার মতো কান্ড করেছেন তার স্বামী হাবিতান বাশির বালোচ। স্ত্রীর এই বলিদানে গর্ব প্রকাশ করে তিনি টুইট করেন “তোমার নিঃস্বার্থ বলিদান আমাকে নির্বাক করে দিয়েছে। সেই সঙ্গে গর্বে বুকটা ভরে যাচ্ছে।”
আরো জানা গিয়েছে, বছর দুয়েক আগে শারি নিজেই ওই জঙ্গি গোষ্ঠীতে যোগ দেয়। এবং প্রথম থেকেই তার সিদ্ধান্ত ছিল আত্মঘাতী মিশনে যাওয়ার।