উত্তর দিনাজপুরের চোপড়ায় গুলিবিদ্ধ প্রধান মৃত এক অভিযোগ বাম-কংগ্রেস জোটের দিকে

 

    উত্তর দিনাজপুর, নতুন গতি: গত পঞ্চায়েত নির্বাচন থেকে উত্তর দিনাজপুরের চোপড়ায় চলছে রাজনৈতিক চাপাউনতোর। শাষক তৃণমূল বনাম বাম-কংগ্রেস জোটের এই সংঘর্ষ থামার নাম নিচ্ছে না। মাঝে মাঝে সাধারণ মানুষের জীবন অতিষ্ট হয়ে ওঠে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা রাজ্যজুড়ে পেট্রোপণ্যের মুল্যবৃদ্ধির প্রতিবাদে চলছে বিক্ষোভ মিছিল। সেই অনুযায়ী সোমবার চোপড়ার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের গেন্দাগছ গোয়াবাড়ী বাজারে তৃনমূল কংগ্রেসের বিক্ষোভ মিছিল কর্মসূচি চলছিল। সেই সময় কিছু দুষ্কৃতি এসে গুলি চালায়। গুলিবিদ্ধ হন তৃণমূলের প্রাক্তন প্রধান আবুল হোসেন ও তৃনমূল কর্মী মোস্তফা কামাল।

    আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে শিলিগুড়ির একটি প্রাইভেট নার্সিংহোমে ভর্তি করা হয়। মঙ্গলবার গুলিবিদ্ধ মোস্তফা কামালের মৃত্যু হয়। এই প্রতিবাদে চোপড়া বন্ধের ডাক দেন তৃনমূল কর্মী সমর্থকরা। অভিযোগের আঙুল উঠেছে চোপড়া সিপিএম-কংগ্রেস জোটের দিকে। যদিও জোটের পক্ষে অভিযোগ অস্বীকার করা হয়েছে। চোপড়া ব্লক তৃনমূল কংগ্রেস সভাপতি অশোক রায় বলেন,”এই ঘটনার সঙ্গে আমাদের পার্টি জড়িত না। এই ঘটনার জন্য দায়ী চোপড়া বিধায়ক হামিদুল রহমান। তিনি অন্য দলের কর্মীদের জোর করে তৃণমূল কংগ্রেসে যুক্ত করাচ্ছেন”
    চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি আজার‌উদ্দিন বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের কর্মী-সমর্থকরা পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল করছিলেন। সেখানে জোটের কিছু দুষ্কৃতি প্রাক্তন প্রধান আবুল হোসেন ও মোস্তফা কামালকে লক্ষ্য করে গুলি চালায়।”
    পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। সঠিক তদন্ত চালাচ্ছে পুলিশ। এলাকায় পরিস্থিতি অনেক টা স্বাভাবিক।