|
---|
মালদা, ০৮ সেপ্টেম্বর : রবিবার অনুষ্ঠিত হলো পবিত্র সেন গ্যালারি ও শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির পরিচালন কমিটির নির্বাচন।
এদিন বেলা বারোটা থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়। সমস্ত ব্যবসায়ীরা নিজেদের ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ রেখে নির্বাচনে অংশ নেন। নির্বাচন-প্রক্রিয়া পরিচালনা করেন মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের এক্সিকিউটিভ কমিটির সদস্যরা। নির্বাচনী প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন, মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সম্পাদক জয়ন্ত কুন্ডু, যুগ্ম সম্পাদক উত্তম বসাক, উজ্জ্বল সরকার, উত্তম সাহা, উজ্জ্বল ভদ্র, কোষাধক্ষ্য বিমল চন্দ্র দাস, পবিত্র সেন গ্যালারি ও শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির বিদায়ী সভাপতি উত্তম বিশ্বাস, সম্পাদক শংকর কুন্ডু সহ অন্যান্য ব্যবসায়ীরা।
নির্বাচন নিয়ে মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সম্পাদক জয়ন্ত কুন্ডু জানিয়েছেন, এই ব্যবসায়ী সমিতির মোট ১৮৭ জন ভোটার রয়েছে। প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭ জন ব্যবসায়ী। নির্বাচনে জয়ীদের নিয়ে ২১ জনের একটি কমিটি তৈরি হবে।
তিনি আরো বলেন, গত কয়েক মাস ধরে এই ব্যবসায়ী সমিতির সদস্যদের মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছিল। সমস্ত ব্যবসায়ীদের নিয়ে আলোচনার পর নির্বাচনের দিন ঠিক করা হয়। শান্তি প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়।অন্যান্য নির্বাচনের মতোই ব্যালট পেপার এবং পোলিং এজেন্ট দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। সোমবার নতুন কমিটি তৈরি করা হয়।