|
---|
নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার জিটিএ শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাহাড়ের উন্নয়ন প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে তিনি একাধিক বিষয় উল্লেখ করেছেন। সব থেকে উল্লেখযোগ্য হলো শৈল শহর দার্জিলিং এর মধ্যে তৈরি করা হবে ছোট্ট একটি শহর। পর্যটকদের দার্জিলিং অভিমুখ করতে এই অভিনব পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।মূল শহরের আশেপাশে মোট ২o o একর জমির উপর নির্মাণ করা হবে নতুন শহরের। এখানে থাকবে রেস্তোরাঁ, শপিং মল, homest সহ আরো অনেক কিছু। শৈল শহর দার্জিলিং এর পর্যটন শিল্প জোরদার করতে এই পরিকল্পনা নেওয়া হয়েছে।মুখ্যমন্ত্রী আরও জানান পাহাড়ে শান্তি থাকলে উন্নয়ন অবশ্যই হবে। পাহাড়ের সাধারণ মানুষদের যাতে কোন রকম অসুবিধা না হয় সেদিকে সবসময় বৃষ্টিপাত করা হবে। ১০ বছর বাদে জিটিএ নির্বাচন একেবারে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। পাহাড়ের বাতাবরণ এখন খুব সুন্দর, শৈল শহর দার্জিলিং আগামী দিনে পর্যটকদের কাছে আরো আকর্ষণীয় হয়ে উঠবে অনেকেই মনে করছেন।