|
---|
উজির আলী, নতুন গতি,চাঁচল: ২৬ ফেব্রুয়ারি, নিম্নচাপের জেরে বৃষ্টিতে ক্ষতির মুখে পড়ল স্বল্প মেয়াদি গম চাষ। মঙ্গলবার বিকেল থেকেই উত্তর মালদহের বিস্তীর্ন এলাকায় শুরু হয় বৃষ্টি ও ঝড় হাওয়া। শীতের শেষে ফাল্গুনের এই অকাল বর্ষনে মালদহের চাঁচল ও মালতিপুর বিধানসভার বিভিন্ন মৌজার দ্বিফসলী জমিগুলিতে গম গাছ শুয়ে পরতে দেখা গিয়েছে।
অনেক জায়গায় জমিতে জলও জমেছে। চাষিরা জানাচ্ছেন, এখন গমে শিষ হয়ে হয়ে গিয়েছে। ফলে গাছ নুইয়ে গিয়ে শিষ জলে ডুবে থাকলে ফসল নষ্ট হবে। এমন অকাল বর্ষন হওয়ায় ক্ষতির পরিমাণ বাড়বে বলেই মনে করছেন তাঁরা। শুধু গমে ক্ষতি নয়, বৃষ্টির জেরে মুসুর জমিতেও জল জমেছে। যা ক্ষতিকর রুপ ধারন করেছে চাষের জমি গুলিতে।
চন্দ্রপাড়া,জালালপুর ও মতিহারপুর গ্রাম পঞ্চায়েত এলাকা প্রায় ২০০ একর জমিতে গম চাষ হয়েছে বলে চাষিরা জানান। দু সপ্তাহ পরেই তা জমি থেকে ঘরে তোলা সম্ভব বলে চাষীদের অনুমান। চন্দ্রপাড়া জিপির গম চাষী শম্ভু দাস জানান,ঋন নিয়েই তিন বিঘা গম চাষ করেছি। ফসল ঘরে আসার অপেক্ষায় ছিলাভ। তার মাঝেই অকল বর্ষন।ফলে ফসল হেলে গিয়ে জলে ডুবেছে। ক্ষতির আশঙ্কা রয়েছি ওই চাষি। যদি বিকল্পভাবে জল নিকাশির ব্যবস্থা করেছেন এলাকার চাষিরা। তবে গমের শিশ হেলে গিয়ে ক্ষতি হবে বলে অনুমান।
জালালপুর এলাকার চাষি শম্ভু সাহার দাবী,গম জলে ডুবেছে। ফসল নষ্টের সম্ভাবনা রয়েছে। কৃষি দপ্তরে বিষয়টি জানাবো। উল্লেখ্য, রাজ্য সরকারের তরফে রাজ্যের চাষীদের স্বনির্ভর করানোর জন্য ফসলবীমা করানো হয়েছে।
ক্ষতিগ্রস্ত চাষিরা বীমার আওতাভুক্ত থাকলে তদন্ত করে ক্ষতিপূরণ পাবে বলে জানান জেলাপরিষ কৃষি কর্মাধ্যক্ষ রফিকুল হোসেন।