বিজেপিতে যোগ না দিতে না দিতেই রাজ্য বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে চরম ক্ষুব্ধ ‘অপমানিত’ বৈশাখী বন্দ্যোপাধ্যায়৷

নতুন গতি নিউজ ডেস্ক: বিজেপিতে যোগ না দিতে না দিতেই রাজ্য বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে চরম ক্ষুব্ধ ‘অপমানিত’ বৈশাখী বন্দ্যোপাধ্যায়৷ শোভন চট্টোপাধ্যায়েক সংবর্ধনা অনুষ্ঠানে তাঁর নাম বাদ দেওয়ায় ক্ষোভ প্রকাশ বৈশাখীর৷ অনুষ্ঠানে অতিথি তালিকায় না বাদ দিয়ে রাজ্য বিজেপি নেতৃত্ব তাঁকে অপমান করেছে বলেও অভিযোগ বৈশাখী দেবীর৷

    পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শোভনের সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিদের তালিকায় পরে বৈশাখীদেবীর নাম তোলা হলেও ক্ষোভ মেটেনি অধ্যাপিকার৷ বৈশাখীর বিদ্রোরের পর অনুষ্ঠানে অতিথির নাম তালিকায় তাঁক নাম যোগ করা হলেও অনুষ্ঠানে যাচ্ছেন না বৈশাখী৷ অধ্যাপিকার মন্তব্য, এই ঘটনা তাঁকে অপমানিত করা হয়েছে৷ ‘জুতা মেরে গোরু দান’ বলেও সংবাদমাধ্যমে
    গোটা বিষয়টি জানিয়ে ইতিমধ্যেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে নালিশ বৈশাখীর৷ বিজেপিতে যোগ দেওয়ার এক সপ্তাহের মধ্যে বৈশাখীর বিদ্রোহের জেরে চূড়ান্ত অস্বস্তিতে পড়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব৷ যদিও, বিষয়টি নিয়ে এখনও বিজেপির তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷

    গত ১৪ আগস্ট বিজেপিতে যোগ দেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়৷ মুকুলের হাতে গেরুয়া উত্তরীয় পরেন তাঁরা৷ দলবদলের পর বৈশাখীদেবীকে প্রশংসা কবেন মুকুল রায়৷ দিল্লিতে শোভন-বৈশাখীকে বিজেপিতে যোগদান প্রসঙ্গে মুকুল রায় বলেন, ‘‘৩৪ বছর ধরে শোভন চট্টোপাধ্যায় রাজনীতি করছেন৷ শোভন দলে আসায় বিজেপি আরও মজবুত হবে৷ তৃণমূল নেত্রী বৈশাখী বন্দ্যোপাধ্যায় বিজেপির শক্তি বাড়াবে৷’’ কিন্তু, সেই বৈশাখীই এবার বাড়ালের অস্বস্তি৷