|
---|
কোচবিহার: আজ কোচবিহারের মাথাভাঙায় পশ্চিমবঙ্গ পৌর কর্মচারি ফেডারেশনের উত্তরবঙ্গ বার্ষিক প্রথম সম্মেলন অনুষ্ঠিত হল কোচবিহারে।উপস্থিত ছিলেন ঋতব্রত বন্দোপাধ্যায়,আশিষ দে বিশ্বময় ঘোষ এবং রবীন্দ্রনাথ ঘোষ।
এই সভা উত্তরবঙ্গের মোট তেইশটি পুরসভার ভালো মন্দ নিয়ে এবং তাদের কর্মচারীদের আর্থিক দিকের কথাও আলোচনা করা হয়।এছারা তাদের শরীরের ব্যাপারে যাতে সরাসরি পদক্ষেপ নেওয়া হয় সেটা নিয়েও আলোচনা করা হয়।এদিন সকালে এই সন্মেলনের সূচনা করেন রবীন্দ্রনাথ ঘোষ এবং অন্যান্য নেতৃবৃন্দও।শিলিগুড়িসহ আরো বাইশটি পুরসভার ভবিষ্যত নিয়েও আলোচনা করা হয়।পুরকর্মচারীদের ভালো মন্দের দিকটাই তুলে ধরে বিশ্বময় ঘোষ।তিনি তেইশটি পুরসভার কর্মচারীদের এক হয়ে কাজ করতে বলেন।