কুলতলির জামতলা সংলগ্ন আশ্রম মাঠে শুভেন্দু অধিকারী জনসভা 

কুলতলির জামতলা সংলগ্ন আশ্রম মাঠে শুভেন্দু অধিকারী জনসভা

     

     

     

     

    বাবলু হাসান লস্কর, দঃ চব্বিশ পরগনা : ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কুলতলী বিধানসভার গাজীর মোড় সংলগ্ন মাঠে, পরিবর্তন যাত্রার মধ্য দিয়ে বিশাল জনসভা । আর এই দলীয় সমাবেশে উপস্থিত হলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়েন বিশ, শুভেন্দু অধিকারী,বাবুল সুপ্রিয়, চব্বিশ পরগনার সভাপতি সুনিত দাস, অমৃতা ব্যানার্জি সহ ভারতীয় জনতা পাটির নেতৃত্ব বিন্দ। আর কুলতলী বিধানসভায় উপস্থিত ছিলেন জেলাস্থ রাজ্যের নেতৃত্ব এখানে আশায় অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টির কুলতলি মণ্ডল কমিটির কর্মী বৃন্দ ।শাসকদল তৃণমূলের শক্ত ঘাঁটি দক্ষিণ ২৪ পরগনা। সেখানে ভারতীয় জনতা পার্টির একের পর এক নেতা যখন BJPতে আশায় চমক লাগাতে শুরু করেছে। আর এই চমকে ডায়মন্ড হারবারের বিধায়ক দিপক হালদার সহ তৃণমূলের নেতারা একে একে ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে নিয়েছেন ।আর তেমনই হাজার হাজার মানুষ জমায়েত হয়েছেন কুলতলী গাজীর মোড় যেখানে অন্যান্য রাজনৈতিক দল থেকে এখানে ভারতীয় জনতা পার্টি পতাকা তুলে নিচ্ছে। ২০২১ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে কর্মপন্থা ঠিক করে ফেলেছে ভারতীয় জনতা পার্টি। একের পর এক অন্য দলের কর্মীদের নিয়ে দলকে শক্তিশালী করছেন।