সারদা-নারদার তদন্ত থেকে বাঁচতেই দল বদলেছেন শুভেন্দু: কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

নতুন গতি ওয়েব ডেস্ক: কাঁথির জনসভা থেকে হুঁশিয়ারি দিয়ে তৃনমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, এই মাটিকে যারা কালিমালিপ্ত করেছে তাদেরকে মেদিনীপুরের মাটি থেকে বিতাড়িত করতে হবে। নন্দীগ্রামে গিয়ে সভা করে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার কাঁথিতে শুভেন্দু। অধিকারীর বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে আজ সভা করতে চলেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ যে সভাকে কেন্দ্র করে কাঁথির রাজনৈতিক উত্তাপ তুঙ্গে৷ নারদা- সারদার তদন্ত থেকে বাঁচতেই দল বদলেছেন শুভেন্দু, কটাক্ষ করে অভিষেক।

    শুভেন্দু বিজেপি-তে যোগদানের পর থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাকযুদ্ধে জড়িয়েছেন৷ বেশির ভাগ ক্ষেত্রেই অবশ্য দুই নেতা পরস্পরের নাম না নিয়েই আক্রমণ করেছেন৷ শুভেন্দুর তোলাবাজ কটাক্ষের জবাব মীরজাফর বলে দিয়েছেন অভিষেক৷ শুক্রবারই অভিষেককে দ্বিতীয় বার আইনি চিঠি পাঠিয়েছেন শুভেন্দু৷ দু’ ঘণ্টার মধ্যেই তার জবাবও দিয়েছেন অভিষেক৷ আইনি চিঠিতে শুভেন্দুর আইনজীবী দাবি করেছিলেন, শুভেন্দু যে অভিযোগ আনছেন তার স্বপক্ষে তথ্য প্রমাণ দেখিয়েছেন৷ কিন্তু শুভেন্দুর বিরুদ্ধে কোনও প্রমাণ ছাড়াই ভিত্তিহীন অভিযোগ করছেন অভিষেক৷

    জবাবে তৃণমূল সাংসদ জানিয়েছেন, নারদা- সারদার তদন্ত থেকে বাঁচতেই দল বদলেছেন শুভেন্দু৷ কটাক্ষ করে অভিষেক চিঠিতে আরও বলেছেন, ‘মানহীনের কোনও মানহানি হয় না৷ এই পরিস্থিতিতে কাঁথিতে অভিষেকের সভা অন্যমাত্রা পেয়েছে৷ মনে করা হচ্ছে শুভেন্দুর পাড়ায় গিয়ে আক্রমণের ঝাঁঝ আরও বাড়াতে পারেন অভিষেক৷ তবে শুধু শুভেন্দু একা নন, অধিকারীদের গড়ে গিয়ে গোটা অধিকারী পরিবারকেই নিশানা করতে পারেন ডায়মন্ড হারবারের সাংসদ৷ ইতিমধ্যেই নাম না করে শিশির এবং দিব্যেন্দু অধিকারীকেও আক্রমণ করেছেন অভিষেক৷ প্রত্যাশিত ভাবেই এ দিনের সভায় থাকছেন না কাঁথি এবং তমলুকের দুই তৃণমূল সাংসদ৷