শুভেন্দুর ডিগবাজি প্রায় প্রতিটি সভায় তৃণমূলকে নিয়ে বিষোদগার করতে শোনা যাচ্ছে, এখন দেখার তিনি এর রাজনৈতিক লাভ কতটা তুলতে পারেন

নতুন গতি ওয়েব ডেস্ক: 21 বছর কাটিয়েছেন তৃণমূল কংগ্রেস। খারাপ থেকে ভাল, সব কিছুই দেখেছেন সামনে থেকে। এবার বিজেপিতে যোগ দিয়ে পুরনো দলের খারাপ দিক নিয়েই একের পর আক্রমণ শানাচ্ছেন শুভেন্দু অধিকারী। তৃণমূল সোজাপথে ভোটের লড়াই করেনি বলে অভিযোগ করেছেন তিনি। যদিও এইসব অভিযোগ মানতে নারাজ তৃণমূল শিবির। এদিন কেশপুরে সভা করেন শুভেন্দু অধিকারী। সেই সভা থেকেই শুভেন্দু অধিকারী ঘাটাল আসন থেকে কীভাবে বিজেপি নেত্রী ভারতী ঘোষকে পরাজিত করা হয়েছে সেই তথ্য তুলে ধরেন। তিনি বলেন, কেশপুরে তৃণমূল জিতেছে একলক্ষ আট হাজার ভোটে। এই ভোট লুট না হলে ভারতী ঘোষ জিততেন বলে মন্তব্য করেছেন তিনি। তিনি আরো বলেন লকডাউনের সময় বিধায়ক ও সাংসদ কেউ এলাকায় থাকেনি। শুভেন্দু অধিকারী বলেন, পুলিশ যাদের সঙ্গে কেশপুর তাদের সঙ্গে। এক দলের রাজত্ব চলে এখানে। পঞ্চায়েত ভোটের সময় বিডিও অফিস ঘেরাও করে রেখে কাউকে মনোনয়ন জমা দিতে দেওয়া হয় না বলেও অভিযোগ তুলেছেন তিনি।

    তৃণমূলে শুভেন্দু অধিকারীর প্রথম নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনের সভা থেকেও কয়লা চোর, বালি চোর, গরু পাচারকারী বলে ভাইপোর নাম তিনি তোলেন। তিনি বলেন আমি আগেও বলেছি ভাইপো তোলাবাজ। আজও বলছি উনি তোলাবাজ। এর আগে ডায়মন্ড হারবারের ফলাফল নিয়ে তিনি বলেছিলেন, সাড়ে সতেরোশো বুথের মধ্যে ১৪০০ বুথে লিড নেই। কিন্তু সাড়ে তিনশো বুথেই সাড়ে তিনলক্ষ লিড। তিনি বলেন আগামী কাল এই মাঠে সভা করতে আসবে তৃণমূল আসবে। তারা কি বলবে আমি জানি।