|
---|
সেখ সামসুদ্দিন, ১৪ সেপ্টেম্বর : নবগ্রাম(জামালপুর ইস্ট সার্কেল) এস আই অফিস থেকে আজ বিশেষ চাহিদা সম্পন্ন ৪৯ জন শিশুকে তাদের বিশেষ সুবিধার জন্য হুইল চেয়ার, কানে শোনার যন্ত্র দেওয়া হয়। একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে উপস্থিত ছিলেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, আঝাপুর পঞ্চায়েতের প্রধান অশোক ঘোষ, এস আই রাজেন্দ্র প্রসাদ মাজি, স্পেশাল এডুকেটর আনিতা কর আচার্য্য সহ অন্যান্যরা। মেহেমুদ খান বলেন রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর সব বিষয়েই নজর আছে। সেই কারণেই অসহায় বাচ্চাগুলোর দিকেও তাঁর নজর আছে। এই সহায়ক যন্ত্রগুলো এই বাচ্চা গুলোকে আগামীদিনে আরো এগিয়ে যেতে সাহায্য করবে।