|
---|
বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার : সঞ্জীবনী সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে ও ‘মুক্তকণ্ঠ’-র সহযোগিতায় ৫ ই শ্রাবণ গুরু পূর্ণিমা ও সাহিত্যের আড্ডা অনুষ্ঠিত হলো দক্ষিণ চব্বিশ পরগণা জেলার ফলতা থানার অন্তর্গত শিবানীপুর মুক্তকন্ঠ ভবনে। এদিনের অনুষ্ঠানে বেদব্যাস কৃষ্ণ দ্বৈপায়নের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে সকল গুরুর উদ্দেশ্যে শ্রদ্ধা জানানো হয়। “দেশ আমার মাটি আমার” পত্রিকার সম্পাদক ও লেখক তপনকান্তি মন্ডল গুরু পূর্ণিমার তাৎপর্য আলোচনা করেন এদিন। তিনি বলেন যে নেপাল, ভূটান সহ ভারতীয় জনজীবনে গুরুর অবস্থান অনেক উঁচুতে । একাধারে তিনি ব্রহ্মা-বিষ্ণু- মহেশ্বর। তিনিই শিষ্যকে সঠিক দিশা দেখান, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে চলেন।কেবল হিন্দু নয়, ভারতে উদ্ভূত সকল ধর্মাবলম্বী গুরু পূর্ণিমাকে সমান মান্যতা দিয়ে থাকে বলে জানান। এদিন সঞ্জয় গায়েন সম্পাদিত দুটি পত্রিকা ‘সনাতনী পাঠশালা’র চতুর্থ সংখ্যা এবং ‘অবকাশে’র অণু গল্প বিশেষ বর্ষালি সংখ্যার আনুষ্ঠানিক ভাবে প্রকাশ হয়। সঞ্জয় গায়েন গুরু পূর্ণিমা ও ভারতীয় সনাতন ভাবধারায় জীবন যাপনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। সভার দ্বিতীয় পর্বে শুরু হয় সাহিত্যের আড্ডা,জেলার বিভিন্ন স্থানের নবীন ও প্রবীণ কবি সাহিত্যিক এই আড্ডায় অংশগ্রহণ করেন। অণু গল্প , ছড়া, কবিতা প্রভৃতি পাঠ ও গানে আড্ডা বেশ জমে ওঠে এই অনুষ্ঠানে। বক্রেশ্বর মন্ডল, নিশিকান্ত সামন্ত, ভীম ঘোষ, দত্তা রায়, দিলীপ কুমার ঘোষ, দেবিকা সামন্ত, শিশির পাইক,মানস চক্রবর্তী, বিশ্বজিৎ জানা, হরিহর বৈদ্য, শক্তি পুরকাইত প্রমুখ আরও অনেকে স্বরচিত লেখা পাঠ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অবকাশের প্রকাশিকা শ্রাবণী দাস।