২০২২ এ সাইবেরিয়ার ভাইরাস হবে ত্রাসের কারণ বিশ্বে, জানালেন বুলগেরিয়ার বাসিন্দা বাবা ভাঙ্গা

নতুন গতি নিউজ ডেস্ক: মারণ করোনা ভাইরাসের জন্য 2020 ,2021 মোটেও ভালো যায়নি কারণ কাছে। এখন সকলের একটাই আশা 2022 যেন সবার ভালো যায়। আর কদিন পরেই নতুন বছর পড়বে। তাই ঈশ্বরের কাছে সকালের প্রার্থনা নতুন বছর যেন সবার ভালো কাটে।

    বুলগেরিয়ার বাসিন্দা বাবা ভাঙ্গা গোটা বিশ্বের কাছে চর্চিত নাম। তিনি একাধিকবার যে সমস্ত ভবিষ্যদ্বাণী করেছেন সবকটাই মিলিয়ে গিয়েছে। 2004 সুনামির আগে তিনি সতর্ক বার্তা দিয়েছিলেন।

    নতুন বছর প্রসঙ্গে তিনি জানিয়েছেন এই বছর মোটেও ভালো যাবে না। সাইবেরিয়ায় এক নতুন ভাইরাসের খোঁজ পাওয়া যাবে যা গোটা বিশ্বের কাছে ত্রাসের কারণ হয়ে দাঁড়াতে পারে। এশিয়ার একাধিক দেশ বন্যার কবলে পড়তে পারে। ভারতে এই বছর ভয়ঙ্করভাবে তাপমাত্রা বেড়ে যাবে। সর্বোচ্চ তাপমাত্রা ৫০ ডিগ্রী অতিক্রম করতে পারে। শুধু তাই নয় আবার ভারতে পঙ্গপালের আক্রমণ ঘটবে। যার ফলে প্রচুর ফসল নষ্ট হবে। এই কারণে জিনিসপত্রের দাম আরো বৃদ্ধি পাবে।

    প্রসঙ্গত বাবা ভাঙ্গা জন্মের পর থেকেই চোখে দেখতে পারেন না। তিনি তার মনের চোখ দিয়ে সমস্ত কিছু দেখে ভবিষ্যৎ বাণী করেন।