|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: সমাজকর্মী জগন্নাথ পাত্রের প্রচেষ্টায় শালবনী ব্লকের ডাঙ্গরপাড়া গ্রাম থেকে উদ্ধার হলো একটি অসুস্থ পেঁচা। শুক্রবার সকালে শালবনীর জঙ্গলমহল উত্তরণ ঐক্য মঞ্চের কর্ণাধার জগন্নাথ পাত্র একটি পেঁচাকে দেখতে পান। তিনি পেঁচাটিকে শুশ্রূষা করার পাশাপাশি বনদপ্তরের রেঞ্জার অফিসার পাপান মোহান্তকে খবর দেন।কিছুসময় পরে গ্রামে এসে বনদপ্তরের কর্মীরা পেঁচাটিকে নিজেদের হেফাজতে নেন।