শিক্ষানবিশ মেলা ভাতারের ওরগ্রামে

পারিজাত মোল্লা : পূর্ব বর্ধমানের ভাতারের ওরগ্রাম সরকারি আইটিআই কলেজে শিক্ষানবিশ  মেলার উদ্বোধন হয় চলতি সপ্তাহের প্রথম দিকে  । ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে এই মেলার আয়োজন । বিভিন্ন প্রান্তের প্রায় ৫০০ জন ছাত্রছাত্রী এই শিক্ষানবিশ মেলায় অংশগ্রহণ করে । বিভিন্ন ধরনের ১৫ টি সংস্থার প্রতিনিধিরা  উপস্থিত ছিলেন । উল্লেখ্য শিক্ষানবিশ মেলায়, বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের ইন্টারভিউর মাধ্যমে তাদের সংস্থার সঙ্গে যুক্ত করবেন । একদিকে ছাত্রছাত্রীদের কারিগরি শিক্ষার প্রতি তাদের আগ্রহ যেরকম বৃদ্ধি পাবে ঠিক তেমনি এই শিক্ষা লাভ করে আগামী ভবিষ্যৎ তাদের উজ্জ্বল মুখী হবে । অনুষ্ঠানের শুভ সূচনা করেন ভাতার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অরুণ কুমার বিশ্বাস । শুভ উদ্বোধনী অনুষ্ঠানের পর বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা ছাত্র-ছাত্রীদের ইন্টারভিউ নেন । দীর্ঘ করোনা পরিস্থিতি থাকার জন্য সরাসরি ছাত্র-ছাত্রীদের সংযুক্তি করণে ত্রুটি থাকলেও করোণা পরিস্থিতি কাটিয়ে উঠে বিভিন্ন সংস্থার পরিপূর্ণ আগ্রহে এই শিক্ষানবিশ মেলার আয়োজন করা হয় ভাতার আইটিআই কলেজ প্রাঙ্গনে ।কলেজের অধ্যক্ষ পরেশ পাল জানান, রাজ্য সরকারের তত্ত্বাবধানে আয়োজিত এই মেলা কোন মিলন মেলা নয় । এটা হচ্ছে কর্মের মেলা । ছাত্র-ছাত্রীদের শুধুমাত্র সার্টিফিকেট প্রদান নয়, বিভিন্ন কাজে স্থায়ীভাবে নিয়োগ হতে পারে । আমাদের আইটিআই কলেজ ছাড়াও অন্যান্য বিভিন্ন স্টিমের ছাত্রছাত্রীরা  এই কর্মের মেলা অংশগ্রহণ করেছে, এতে আমরা খুশি । প্রত্যেক ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি ।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাতার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অরুণ কুমার বিশ্বাস, ভাতার আইটিআই কলেজ অধ্যক্ষ পরেশ পাল, ট্রেনিং ও প্লেসমেন্ট অফিসার বুবুল ঘোষ, সমাজসেবী বাসুদেব যশ সহ প্রমুখরা ।