|
---|
শেখ কামাল উদ্দীন, অশোকনগর : নুরপুর পঞ্চানন পাইক স্মৃতি বিদ্যালয়ের (উচ্চ মাধ্যমিক) সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপনের অংশ হিসাবে অশোকনগর পৌরসভা এবং হাবরা-২ ব্লকের অন্তর্গত আটটি বিদ্যালয়ের শিক্ষিকাদের নিয়ে সুন্দর গ্রাম্য মনোরম পরিবেশে পিকনিক মুডে ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীর ঘোষ। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন অশোকনগর বাণীপীঠ গার্লস স্কুল, বিড়া বল্লভপাড়া শান্তি পিপাসা বল্লভ বালিকা বিদ্যালয়, অশোকনগর বিদ্যাসাগর বাণী ভবন, গুমা নজরুল বালিকা বিদ্যালয়, সাধনপুর উলুডাঙা তুলসি রাম হাই স্কুল, রাজিবপুর গার্লস স্কুল, মসলন্দপুর ভুদেব স্মৃতি গার্লস স্কুল এবং নুরপুর পঞ্চানন পাইক স্মৃতি বিদ্যালয় (উচ্চ মাধ্যমিক)। খুব সুন্দর মনোরম পরিবেশে প্রতিটি বিদ্যালয়ের শিক্ষিকা-খেলোয়াড়দের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। ফাইনালে নুরপুর পঞ্চানন পাইক স্মৃতি বিদ্যালয় (উচ্চ মাধ্যমিক)বিড়া বল্লভপাড়া শান্তি পিপাসা বল্লভ বালিকা বিদ্যালয়কে তিন-দুই সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অংশগ্রহণকারী সব বিদ্যালয়কে পুরস্কৃত করেন নুরপুর পঞ্চানন পাইক স্মৃতি বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি তথা শ্রীকৃষ্ণপুর গ্ৰাম পঞ্চায়েতের প্রধান রফিকুল হাসান। শিক্ষিকাদের খেলা দেখতে প্রচুর দর্শক সমাগম হয়। প্রধান শিক্ষক সমীর ঘোষ জানান, ভবিষ্যতে আরও বড় করে এই প্রতিযোগিতা আয়োজন করা হবে।