শিক্ষক দিবস পালন মেমারি সোঁতলা মহিষ ডাঙ্গা হাই স্কুলে

নূর আহমেদ,মেমারি : ৫ সেপ্টেম্বর শিক্ষক আমাদের সমাজের মেরুদন্ড। ড. সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবসকে শিক্ষক দিবস পালন করা হয় গোটা দেশে। বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি ২ ব্লকের অন্তর্গত সোঁতলা মহিষ ডাঙ্গা হাই স্কুলে শিক্ষক দিবস পালন করা হয়। ছাত্রছাত্রীরা শিক্ষকদের স্টাফ রুম থেকে পুষ্পবৃষ্টির মাধ্যমে মঞ্চে নিয়ে এসে চন্দনের ফোঁটা ও উত্তরীয় পড়িয়ে সম্মাননা জানাই। এরপর ড. সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে মাল্যদান করেন স্কুলের প্রধান শিক্ষক অমিত কুমার ঘোষ, শিক্ষক কৃষ্ণপদ বিশ্বাস ও অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা। আজকের দিনে ছাত্রছাত্রীদের পঠনপাঠন প্রতিযোগিতা হয়। যে সব ছাত্রছাত্রীরা পঠন পাঠনে পড়ানোয় ভালো হয় তাদের কেপুরস্কৃত করা হয়। প্রধান শিক্ষক অমিত কুমার ঘোষ জানান সারাদিন সাংস্কৃতিক প্রতিযোগিতা, ক্ষুদে মাস্টার প্রতিযোগিতা এবং যোগার মাধ্যমে একটি উল্লেখযোগ্য নৃত্য পরিদর্শন করেন ছাত্রীরা। উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মীরা।