শিক্ষক দিবসে রক্তদান, চারা গাছ বিতরণ

রহমতুল্লাহ, সাগরদিঘী : ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবস, প্রতি বছরের ন্যায় এবছরও মুর্শিদাবাদের সাগরদিঘীর মনিগ্রাম টার্গেট মিশনে শিক্ষক দিবস উদযাপন হয়, কিন্তু তরঙ্গ ওয়েল ফেয়ার ট্রাস্ট এর পরিচালনায় এবং মনিগ্রাম টার্গেট মিশনের বিশেষ সহযোগিতায় এবছর এক অভিনব উদ্যোগ নেওয়া হয়। ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের পাশাপাশি রক্তদান শিবির, এই প্রথম সাগরদিঘীর বুকে শিক্ষক দিবসে রক্তদান শিবির দেখে অনেকেই সাধুবাদ জানিয়েছে। এদিনের শিবিরে মনিগ্রাম টার্গেট মিশনের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীর অভিভাবক সহ মোট ৫০ জন রক্তদানে এগিয়ে আসেন। সাগরদিঘীর বিডিও সুরজিৎ চ্যাটার্জি জানান তরঙ্গ ওয়েলফেয়ের ট্রাস্ট এর জন্মলগ্ন থেকে আমি দেখে আসছি তারা বিভিন্ন সমাজসেবার পাশাপাশি ধরাবাহিক ভাবে বিভিন্ন উৎসবে রক্তদান শিবির করে থাকে। মনিগ্রাম টার্গেট মিশনের কর্ণধার সালাউদ্দিন সেখ বলেন শিক্ষক দিবসে রক্তদান শিবির করতে পেরে নিজেকে ধন্য মনে করি এবং আমাদের এই শিক্ষক দিবসে রক্তদান শিবির প্রতিবছরই থাকবে। এদিনের অনুষ্ঠান মিশনের ছাত্র-ছাত্রীদের কবিতা আবৃত্তি, নাচ,সঙ্গীত, ইত্যাদি ছিল চোখে পড়ার মতো, অনুষ্ঠান শেষে তরঙ্গ ওয়েলফেয়ার ট্রাস্ট এর সভাপতি ইফতিকার আলম সহ তার সহযোদ্ধারা মনিগ্রাম টার্গেট মিশনের কর্ণধার সালাউদ্দিন সেখ এর হতে রক্ত যোদ্ধা সম্মাননা তুলেদেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুজন চক্রবর্তী।