|
---|
সংবাদদাতা : উত্তর ২৪ পরগনার অন্তর্গত আমডাঙ্গা কে.এস.এইচ রাহানা সিনিয়র মাদ্রাসার শিক্ষার্থীদের উদ্যোগে মাদ্রাসার অডিটোরিয়ামে আড়ম্বরপূর্ণভাবে মহান শিক্ষক দিবস উদযাপন করা হয়। পবিত্র কুরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। মাদ্রাসার ফাজিলের ছাত্র রুমান মন্ডল সমগ্র অনুষ্ঠান পরিচালনা করে। প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় তারা তাঁদের শ্রদ্ধেয় শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের সংবর্ধিত করে। এই অনুষ্ঠানে ছাত্র ছাত্রীদের কেরাত, গজল, কবিতা আবৃত্তি, বক্তব্য ইত্যাদি পারফরম্যান্স করতে দেখা যায়।
এদিন শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, মাদ্রাসার সুপারিন্টেনডেন্ট জনাব সিরাজুল হক মল্লিক, সহকারী সুপারিন্টেন্ডেন্ট নুরুল হক, সহ শিক্ষক, মোঃ কালিম উল্লাহ, সিরাতের রাজ্য সম্পাদক এবং কাটিয়াহাট আল হেরা মিশনের ডাইরেক্টর, শিক্ষক আবু সিদ্দিক খান, সঙ্গীত গায় শিক্ষক সুমিত রায় প্রমুখ। সুপার সাহেব বলেন, আজ দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। শিক্ষকদের দায়িত্ব ও কর্তব্যের প্রতি আরো যত্নশীল হতে বলেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন তোমরা আরো বেশি শৃংখলাপরায়ন হতে বলেন। সহকারী সুপারিন্টেন্ডেন্ট নুরুল হক বলেন, আজ ড. রাধাকৃষ্ণের জন্মদিন, তাঁর স্মরণে আজ এই অনুষ্ঠান। তিনি শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরেন।
আবু সিদ্দিক খান শিক্ষকদের শ্রদ্ধা জানিয়ে বলেন, শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, আর সেই শিক্ষা প্রদানের কাজটা করে শিক্ষক। আজ ছাত্রছাত্রীরা, শিক্ষকদের যে সংবর্ধিত করলো এটা আজকের দিনে শিক্ষক শিক্ষিকাদের বড় প্রাপ্তী। উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষকদের প্রতি আরো বেশি সম্মান ও শ্রদ্ধা করার মানুষিকতা তৈরি করতে হবে। কালিম উল্লাহ সাহেব বলেন, শিক্ষার্থীরা আজ ছাত্র ছাত্রী কিন্তু আগামীতে তারা শিক্ষক শিক্ষিকা। আগামীদিনের ভবিষ্যত। এদিন সুপার সাহেবের দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।