শিক্ষক দিবস উদযাপন মাঝিপাড়া মোস্তফা মিশন

আইয়ুব আলি, উত্তর ২৪ পরগনা, নতুন গতি : শিক্ষক দিবস উপলক্ষে মাঝিপাড়া মোস্তফা মিশনে সারাদিন বিভিন্ন অনুষ্ঠানের বিশেষ বিষয় ছিল ছাত্র দের ক্রীড়া প্রতিযোগিতা, ছাত্ররা শিক্ষকদের ক্লাস নেওয়া, এছাড়াও বিশিষ্ট জনের উপস্থিতি তে ছাত্র শিক্ষকদের বক্তৃতা,মিশন চত্বরে ফুল দিয়ে সাজিয়ে অপরুপ সুন্দর করে সাজিয়ে তুলেছিল , এভাবেই ছাত্র শিক্ষকদের সম্পর্ককে মধুর করে তুলেছিল এদিনের শিক্ষক দিবস। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ড: গোপালকৃষ্ণ গঙ্গোপাধ্যায় ( প্রাক্তন অধ্যাপক কল্যানী বিশ্ববিদ্যালয় ) সমরনাথ চট্টোপাধ্যায় ( প্রাক্তন সহ- প্রধান শিক্ষক) ছিলেন মিশনের সভাপতি নূর মোহাম্মদ, সম্পাদক ওসমান আলি মণ্ডল ও অন্যান্য ব্যক্তিবর্গ। এদিনের মিশনের শিক্ষক দিবস হয়ে উঠেছিল মাধুর্য্যময়।