শিক্ষক দিবস উদযাপন ও সংবর্ধনা অনুষ্ঠান

সংবাদদাতা : উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট থানার অন্তর্গত মির্জানগর গ্রামে ৫ সেপ্টেম্বর মৈত্রী মডেল মিশন ও মুকুল শিশু একাডেমীর যৌথ উদ্যোগে মহাসাড়ম্বরে পালিত হলো শিক্ষক দিবস উদযাপন ও সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে বিশেষ অতিথি শিক্ষক কবি সাহিত্যিক রক্তিম ইসলামের মিশন কে দেয়া উপহারস্বরূপ নিয়ে আসা একটি বকুল গাছের চারা রোপনের মধ্য দিয়ে ও মিশনের ছাত্রীরা শিক্ষকদের অবদান নিয়ে গাওয়া একটি উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে। মিশন ও স্কুলের ছাত্র-ছাত্রীরা আবৃত্তি বক্তব্যের মধ্য দিয়ে শিক্ষকদের সম্মান ঞ্জাপন করে । মিশনের পক্ষ থেকে গুণী শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়েছে শিক্ষা গৌরব সম্মানে এ সম্মানিত হয়েছেন বিশিষ্ট শিক্ষক মোটিভেশনাল স্পিকার আবেদিন হক আদি, সিরাত রাজ্য সভাপতি আবু সিদ্দিক খান। আদর্শ শিক্ষক সম্মানে সম্মানিত হয়েছেন মালতিপুর হাই স্কুলের প্রধান শিক্ষক শাহন ওয়াজ আলমকে । মিশনের প্রধান শিক্ষিকা নাফিসা শামীম বলেন আজকের অনুষ্ঠানের আয়োজন ছাত্র-ছাত্রীদের জন্যই সমাজ ও ছাত্র জীবনে শিক্ষকের অবদান যেন তারা কখনো না ভোলে।