শিক্ষক দিবস উদযাপনে রহমতে আলম মিশন

এমডি সালমান হেলাল : উত্তর ২৪ পরগনার রহমতে আলম মিশনে সাড়ম্বরে উদযাপিত হয় শিক্ষক দিবস। সারাদিন উৎসবের মেজাজে বিভিন্ন কর্মসূচি ,আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়। এ দিনের অনুষ্ঠান কর্মসূচিতে কেরাত পাঠ, গজল, বক্তৃতা , ম্যাজিক শো ,আবৃত্তি, শ্রুতিনাটক ও দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়। প্রতিবছর এই দিনটি কে কেন্দ্র করে রহমতে আলম মিশন সেজে ওঠে। শিক্ষক জাতির মেরুদন্ড সেই শিক্ষক শিক্ষিকাদের যথার্থ সম্মান প্রদর্শন করতে পেরে মিশনের বালক ও বালিকা বিভাগের ছাত্রছাত্রীরা খুশি। এদিন মিশন কর্তৃপক্ষের পক্ষ থেকে  ১৫০ জন শিক্ষক শিক্ষিকা ও ৭০ জন শিক্ষা কর্মীকে উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহমতে আলম এডুকেশনাল এন্ড ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি আলহাজ্ব আইয়ুব আলী ,সম্পাদক আনিসুর রহমান, কোষাধ্যক্ষ এম আমিনুল আম্বিয়া, সদস্য মনসুর আলী গাজী ও মৌলানা রুহুল আমিন। ট্রাস্ট এর অধীন রহমতে আলম মিশন ছাড়াও জে .এস. ইন্টারন্যাশনাল স্কুল (ইংলিশ মিডিয়াম )ও এপেক্স টিচার্স ট্রেনিং কলেজেও সাড়ম্বরে শিক্ষক দিবস উদযাপন করা হয়।