|
---|
সংবাদদাতা : উলুবেড়িয়া হাই মাদ্রাসাতে শিক্ষক প্রশিক্ষন শিবির শেষ হল, চারদিন ব্যাপী হাওড়া জেলার হাই মাদ্রাসার শিক্ষক ও শিক্ষিকাদেরকে নিয়ে পশ্চিমবঙ্গ মাদ্রাসা পর্ষদ ও বিক্রমশিলা এডুকেশন সমাজ ও টাটা ট্রাস্টের সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়, শেষদিনে প্রশিক্ষণ দেন প্রশিক্ষক মেহেদী হাসান মন্ডল সাহেব।সারদা তাজপুর হাই মাদ্রসার শিক্ষক মাওলানা শেখ মুহাম্মদ কালিমুল্লাহ বলেন ছাত্রছাত্রীদের আরও বেশি করে কিভাবে শিখনে মনোযোগী করা যায় সেই সব কৌশল এই শিবিরে হাতে কলমে শিখে খুবই উপকৃত হলাম, শিক্ষাদানের পদ্ধতিকে আরও বেশি সহজ করতে এরকম কর্মশালা আরও বেশি বেশি প্রয়োজন।