শিক্ষক শিক্ষিকাদের সম্মিলিত আয়োজনে সম্প্রীতির মিলন অনুষ্ঠান ইন্দাসে

আর এ মন্ডল,ইন্দাস : সম্প্রতি ৩১ অক্টোবর বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের ইন্দাস চক্র সম্পদের প্রাথমিক শিক্ষক শিক্ষিকাগণের সম্মিলিত আয়োজনে ইন্দাস পঞ্চায়েত সমিতির সংহতি ভবনে অনুষ্ঠিত হলো এক মিলন উৎসব। মুখ্যমন্ত্রীর আদর্শ সম্বলিত, -“ধর্ম যার যার উৎসব সবার,” এর প্রেক্ষিতে দুর্গাপুজো, লক্ষী পুজো,দীপাবলী, ছটপুজো ও ঈদ, মিলাদুন্নবী ইত্যাদি ধর্ম পালনকারী সম্প্রদায়ের মানুষ এর মধ্যে সম্প্রীতি সৌহার্দ্যের বাতাবরণ তৈরির জন্য এই অনুষ্ঠানটি সংগঠিত হয়। উদ্বোধনী সংগীত ও নৃত্য পরিবেশন করে শিশু শিল্পী প্রতিমা ঘোষাল এবং সৃষ্টি পণ্ডিত। ভাষন দেন আব্দুল গফ্ফার। বিশিষ্ট জনদের মধ্যে ছিলেন ইন্দাস পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সুব্রত হাজরা, কৃষি কর্মাধ্যক্ষ সেখ শাইফুল, পুরোহিত কৌশিক অধিকারী, ব্লক ইমাম পরিষদের ও জমিয়তের সভাপতি কাজী সাহাবুদ্দিন প্রমুখ।এছাড়াও ছিলেন বিশিষ্ট সমাজ সেবী নাসের আলি মোল্লা,রাম কমল রক্ষিত প্রমুখ। প্রত্যেকেই ভারতের ঐতিহ্য তুলে সৌহার্দ্য সম্প্রীতির বার্তা দেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আনন্দ পণ্ডিত।