|
---|
উত্তরবঙ্গ: বল ধসে সম্পুর্ন বিপর্যয় সিকিমে। সবচাইতে বেশী ক্ষতি হয়েছে সিকিমের রংটং শহরটিতে।আজ সকালে সিকিমের এই ধসে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে উত্তরবঙ্গের সাথে।প্রায় একশো আটটি লরি এই মুহূর্তে আটকিয়ে আছে উত্তরবঙ্গ এবং সিকিম সীমান্তে।অন্যদিকে শিলিগুড়ি থেকে সিকিমগামী বহু গাড়ি আটকে পড়েছে। উদ্বারকার্যে নেমে পড়েছেন সিকিমের সেনাবাহিনীর প্রায় 58টি হেলিকপ্টার।সিকিম শিলিগুড়ি রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় প্রায় 1400 পর্যটক আটকিয়ে পড়েছে সিকিমে। উত্তরবঙ্গ এবং সিকিমের মধ্যে যোগাযোগ ব্যাবস্থা বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় সমস্যায় পড়ে গেছেন বহু সাধারন মানুষ।অনেকেই নিজের কাজে সিকিমে গিয়ে সেদিন কিংবা তার পরের দিন ফেরেন তারাও পড়ে গেছেন সমস্যাতে।মিলিটারী বাহিনীর অনুমান অবস্থা ঠিক করতে আনুমানিক সাত দিন কিংবা তার বেশীও লাগতে পারে।সিকিমের ধসে আটকে আছে বহু মালবাহী গাড়ি। উত্তরবঙ্গ এবং সিকিমের যোগাযোগ ব্যাবস্থা বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় দুশ্চিন্তা প্রকাশ করেছেন সিকিমের বর্তমান মুখ্যমন্ত্রী।তিনি সাধারন মানুষের কাছে আবেদন করেছেন তারা যেন এই বিপর্যয় মোকাবেলায় এগিয়ে আসেন।