দোকানের মালিকানা দাবি নিয়ে মৌন মিছিল

নিজস্ব সংবাদদাতা :শিলিগুড়িতে আজ মৌন মিছিল অনুষ্ঠিত হলো। এদিন সন্ধ্যেয় শিলিগুড়ি ব্যবসায়ী সমিতির তরফ মৌন মিছিলে ডাক দেওয়া। প্রসঙ্গত দোকানের মালিকানা দাবি আদায়ের দাবিতে আজ শিলিগুড়ি বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির তরফ থেকে এক মৌন মিছিল বের করা হয় । দোকানের মালিকানা আদায় দাবি নিয়ে মৌন মিছিল অনুষ্ঠিত হয়। শিলিগুড়ি বিধান মার্কেটের বিভিন্ন ব্যবসায়ীরা এই মিছিলে অংশগ্রহণ করেন।মিছিলটি রাধা গোবিন্দ মন্দির থেকে শুরু হয়ে বিধান মার্কেটের বিভিন্ন রাস্তা পরিক্রমণ করে, অতঃপর রাধা গোবিন্দ মন্দির সমাপ্ত হয়। মুখে কালো কাপড় পড়ে দোকানদাররা মিছিলে অংশগ্রহণ করেন। বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সম্পাদক বাপি সাহা মিছিল শেষে বক্তব্য রাখেন, তিনি বিভিন্ন ব্যবসায়ীদের মিছিলে অংশগ্রহণ করবার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়া তিনি আরো জানান তাদের দাবিদাওয়া পূরণ না হলে ভবিষ্যতে আন্দোলন বৃহত্তর থেকে বৃহত্তর হবে।