১৪ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর শিলিগুড়ি বাঘাযতীন পার্কে অনুষ্ঠিত হতে চলেছে শিলিগুড়ি মহকুমা বইমেলা

শিলিগুড়ি: করোনা অতিমারির জেরে বিগত দু’বছর ধরে বন্ধ ছিল শিলিগুড়ি মহকুমা বইমেলা । তবে এ বছর করোনার গ্রাফ নিম্নমুখী হতেই বইমেলা করার সিদ্ধান্ত নেয় প্রশাসন । সে মোতাবেক আজ শিলিগুড়ি বঙ্গীয় সাহিত্য পরিষদ সভায় সমাজের বিভিন্ন স্তরের মানুষদের নিয়ে বৈঠকে বসেন শিলিগুড়ি মহকুমা শাসক বৈঠকের পর তিনি জানিয়েছেন আগামী ১৪ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর শিলিগুড়ি বাঘাযতীন পার্কে অনুষ্ঠিত হতে চলেছে শিলিগুড়ি মহকুমা বইমেলা ।

    বইমেলার উদ্বোধন করবেন গ্রন্থাগার বিষয়ক মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। এ বছরের বই মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে থাকছে আরও নানা ধরনের অনুষ্ঠান । বইমেলাতে উপস্থিত হতে পারেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও । সে দিকে নজর রেখে বেশ কিছু বিশেষ ব্যবস্থা থাকছে এবারের মহাকুমা বই মেলাতে । মহকুমা শাসক জানিয়েছেন আশা করা যায় এই বছরের বইমেলা অন্যান্য বছরের তুলনায় অনেকটাই আকর্ষণীয় হবে ।গতবার শিলিগুড়ির বইমেলাতে প্রচুর ভীড় হয়েছিল বলে দাবী করেছেন উদ্যেক্তারা।প্রায় নয় লক্ষ টাকার বেশী বই বিক্রি হয়েছে বলে দাবী করেছিলেন উদ্যেক্তারা।এবারেও প্রচুর বই বিক্রি হবে বলে আশা উদ্যোক্তাদের।করোনা আবহের পরে এই বইমেলাকে ঘিরে উৎসাহের অন্ত নেই বইপ্রেমীদের।এদিকে বইমেলাতে সানেটাইজার এবং মাষ্ক সঙ্গে রাখা বাধ্যতামূলক বলে জানিয়েছে বইমেলা কমিটি।