|
---|
শিলিগুড়ি: পিছিয়ে যাচ্ছে পুরসভা ভোট।শুধুমাত্র সময়ের অপেক্ষা আছেন সবাই।আজ কোর্টের রায়ের উপর নির্ভর করছে শিলিগুড়িও।শিলিগুড়ির বিভিন্ন এলাকায় কান পাতলে একটাই কথা কবে হবে ভোট?।এত খরচ, এত চিন্তা, এত চেষ্টা সবমিলিয়ে একটা বিষাদময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে তৃণমূলের অন্দরে,কারন ভালো এবং খারাপ সব পরিস্থিতির সাথে একটাই রাজনৈতিক দলকেই লড়াই করতে হবে সেটা হল তৃণমূল কংগ্রেস।কাজেই তৃণমূল কংগ্রেস এখন হিসাব করেই চলতে চাইছে।
শিলিগুড়ির বেশ কয়েকটি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের একেবারেই জেতা জায়গায় আছে সেটা হল শিলিগুড়ির 17,15,14 এবংসাইত্রিশ এই জায়গাগুলিতে তৃণমূল কংগ্রেসের একদম জেতা জায়গা এবং 37এসব ওয়ার্ডে তৃণমূলের একেবারেই জেতা জায়গা এই জায়গাগুলিতে তৃণমূল কংগ্রেসের কিছুটা হলেও ক্ষতি হয়ে গেল এই ভোট পিছনোর তাগিদে,তবে সবমিলিয়ে এগিয়ে তৃণমূল কংগ্রেসই,কারন ভোট পিছানো বা না পিছানোতে তৃণমূল কংগ্রেসের অন্দরে কোন প্রভাব পড়বে না বলে মনে পড়েছে রাজনৈতিক মহল,তবে সময়ই বলে দেবে আগামীদিনে কি হতে চলেছে শিলিগুড়ির ভবিষ্যত।